ফের কেন্দ্রের স্বীকৃতি রাজ্যকে! ২রা অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে পুরস্কৃত হবে রাজ্য! জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতর বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ায় শীর্ষে রয়েছে। কেন্দ্রের তরফে এই বিশেষ ক্যাটাগরিতেই সম্মান জানানো হবে রাজ্যকে বলেই জানা গেছে।
#কলকাতা: ফের কেন্দ্রের স্বীকৃতি পেল রাজ্য। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতর এই স্বীকৃতি পেল কেন্দ্রের থেকে। মূলত "স্বচ্ছ ভারত দিবসে"র অধীনে পুরস্কৃত হবে রাজ্য। আগামী ২ রা অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে সম্মান জানানো হবে রাজ্যকে। খোদ রাষ্ট্রপতি এই সম্মান তুলে দেবেন রাজ্যকে বলেই জানা গেছে। মূলত বাড়ি বাড়ি নলবাহিত জলের সংযোগ দেওয়ার ক্ষেত্রে সারাদেশের মধ্যে দৃষ্টান্তমূলক কাজ করেছে এ রাজ্য। শুধু তাই নয় , বারবারই কেন্দ্রের তরফে জল জীবন মিশন প্রকল্পের অধীনে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া নিয়ে রাজ্য প্রথম স্থান দখল করেছে।
ইতিমধ্যেই ৪৫ লক্ষেরও বেশি বাড়িতে বাড়িতে নল বাহিত জলের সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে রাজ্যের তরফে। যদিও ডিসেম্বর মাসের মধ্যে সেই টার্গেট ৬০ লক্ষ করার দেওয়া হয়েছে বিভিন্ন জেলাগুলিকে। ইতিমধ্যেই তার প্রস্তুতি চলছে জোর কদমে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে। একাধিকবার রাজ্যের মুখ্য সচিব জেলাগুলিকে নিয়ে বারবার বৈঠক করেছেন। সম্প্রতি কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পের অধীনে থাকা আধিকারিকরা এ নিয়ে রাজ্যের সঙ্গেও বৈঠক করেছে। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায় ও এদিন এই বিষয় নিয়ে পর্যালোচনা করেন বলেই জানা গেছে। ইতিমধ্যেই এই স্বীকৃতিতে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেন "বাংলাই পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে।"পাশাপাশি টুইট করে আধিকারিকদেরও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
advertisement

advertisement
এর আগেও একাধিকবার রাজ্য এই বাড়িতে বাড়িতে নলবাহিত জলের সংযোগ পৌঁছে দেওয়া নিয়ে শীর্ষস্থান অধিকার করেছে। পুজোর আগে অবশ্য এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের আধিকারিকরা। রাজ্যের একাধিক প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে। ১০০ দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা, সড়ক যোজনা সহ কয়েকটি প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়ায় বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের বকেয়া পাওনা নিয়েও একাধিকবার কেন্দ্রের কাছে দাবি রেখেছেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্রের থেকে এই স্বীকৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন নবান্নের প্রশাসনিক মহল।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2022 10:28 PM IST