Congress: রাতের অন্ধকারে কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা, অভিযোগের তীরে তৃণমূল
- Published by:Rachana Majumder
Last Updated:
Congress: কংগ্রেসের দাবি, শনিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় এবং সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়।
আরও পড়ুন: জিওমেট্রিক সার্ভে শুরু দ্বিতীয় হুগলি সেতুর
পুরসভা ভোটের আগে কংগ্রেস প্রার্থীদের (Congress Candidates) উপর হামলার অভিযোগ উঠছে প্রতিদিনই। অভিযোগ, বহরমপুর পুরসভার একাধিক ওয়ার্ডের প্রার্থীর বাড়িতে হামলা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কংগ্রেস প্রার্থী তনুশ্রী ঘোষের অভিযোগ তৃণমূল প্রার্থীরা ওই এলাকায় দীর্ঘক্ষণ ছিল। তারপরে রাতে তাঁর বাড়িতে হামলা চালায। গুলিও চালানো হয়। সাত আট জন দুষ্কৃতি ছিল বলে জানান তিনি। প্রথমেই দুষ্কৃতিরা বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় বলে অভিযোগ। চারিদিকে সন্ত্রাসের সৃষ্টি করছে তৃণমূল, যাতে মানুষ ভোট দিতে ভয় পায়, দাবি তনুশ্রীর।
advertisement
advertisement
মুখ খুলেছেন অধীর চৌধুরীও (Adhir Chowdhury)। "একদিকে বলা হচ্ছে গণতন্ত্র আছে। অন্যদিকে এই সব ঘটছে। তৃণমূল খোলাখুলি বলে দিক যে বিরোধীরা ভোট করতে পারবে না, কংগ্রেস (Congress) ভোটে অংশগ্রহণ করবে না।" জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
advertisement
অন্যদিকে হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো বলে জানিয়েছেন বহরমপুর পুরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী (TMC Candidate) অপর্ণা শৰ্মা। পরিকল্পিত এই ঘটনার মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে জানান তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 13, 2022 7:35 PM IST