#কলকাতা: মাঝেরহাট সেতু বিপর্যয়ের ঘটনায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য ৷ মেট্রো নাকি ইমারতি দ্রব্যের গুণাগুণ খারাপ ৷ কোন কারণে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ ? এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল ৷ সেই জল্পনার ইতি টানলেন না ন্যাশনাল টেস্ট হাউসের বিশেষজ্ঞরা ৷
বিশেষজ্ঞদের মত, রেল ও মেট্রোর কম্পণে বিপর্যয় হতে পারে ৷ পাশাপাশি ইমারতি দ্রব্যের গুণমানও ভাল ছিল না ৷ সেই কারণে বিপর্যয় ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন ব্রিজ বিশেষজ্ঞরা ৷
মাঝেরহাট ব্রিজের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ঘটনাস্থলে পৌঁছন বিশেষজ্ঞরা ৷ ব্রিজ খতিয়ে দেখে এমনটাই মত ন্যাশনাল টেস্ট হাউসের বিশেষজ্ঞদের ৷
আরও পড়ুন: এজেসি বোস রোডের ফ্লাইওভার থেকে খসে পড়ছে বালি, ভাইরাল ভিডিও ঘিরে ছড়াল আতঙ্ক
এর পাশাপাশি আজ ফের মাঝেরহাট ব্রিজের নীচে বিপত্তি বাঁধে ৷ হাইটবারে আটকে যায় গাড়ি ৷ লড়ির ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় হাইটবার ৷ এর পাশাপাশি ১০ ফুটের বেশি উঁচু গাড়ি ব্রিজের নীচে দিয়ে ঢোকানো যাবে না ৷ কিন্তু পিডব্লিউডি-র নির্দেশ অমান্য করে ঢোকে গাড়ি ৷ এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata, Majherhat Bridge