কি কারণে ভেঙেছিল মাঝেরহাট ব্রিজ ? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য
Last Updated:
#কলকাতা: মাঝেরহাট সেতু বিপর্যয়ের ঘটনায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য ৷ মেট্রো নাকি ইমারতি দ্রব্যের গুণাগুণ খারাপ ৷ কোন কারণে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ ? এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল ৷ সেই জল্পনার ইতি টানলেন না ন্যাশনাল টেস্ট হাউসের বিশেষজ্ঞরা ৷
বিশেষজ্ঞদের মত, রেল ও মেট্রোর কম্পণে বিপর্যয় হতে পারে ৷ পাশাপাশি ইমারতি দ্রব্যের গুণমানও ভাল ছিল না ৷ সেই কারণে বিপর্যয় ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন ব্রিজ বিশেষজ্ঞরা ৷
মাঝেরহাট ব্রিজের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ঘটনাস্থলে পৌঁছন বিশেষজ্ঞরা ৷ ব্রিজ খতিয়ে দেখে এমনটাই মত ন্যাশনাল টেস্ট হাউসের বিশেষজ্ঞদের ৷
advertisement
advertisement
এর পাশাপাশি আজ ফের মাঝেরহাট ব্রিজের নীচে বিপত্তি বাঁধে ৷ হাইটবারে আটকে যায় গাড়ি ৷ লড়ির ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় হাইটবার ৷ এর পাশাপাশি ১০ ফুটের বেশি উঁচু গাড়ি ব্রিজের নীচে দিয়ে ঢোকানো যাবে না ৷ কিন্তু পিডব্লিউডি-র নির্দেশ অমান্য করে ঢোকে গাড়ি ৷ এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2018 3:26 PM IST