উচ্চমাধ্যমিকে রেকর্ড রাজ্যের ! মেধা তালিকায় প্রথম দশে ১৩৭ পড়ুয়া, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর

Last Updated:
#কলকাতা: প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ এইবার রেকর্ড গড়েছে রাজ্য প্রথম দশে রয়েছেন ১৩৭ জন পরীক্ষার্থী ৷ পাশের হারের প্রথম মেদিনীপুর ৷ ছাত্রদের পাশের হার ৮৭.৪৪ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮৫.৩০ শতাংশ ৷
এবারের উচ্চমাধ্যমিকে যুগ্ম প্রথম রাজর্ষি বর্মন ৪৯৮, জেনকুন্স স্কুল কোচবিহার, শোভন মণ্ডল ৪৯৮ বীরভূম ৷ পাশের মোট শতাংশ ৯৯.৬ ৷
advertisement
মেয়েদের মধ্যে প্রথম সংযুক্তা বসুর মোট নম্বর ৪৯৬ ৷ প্রাপ্ত নম্বরের হার ৯৯.২ শতাংশ ৷ তিনি যৌথভাবে সংযুক্তা দ্বিতীয় স্থান অধিকার করেছেন ৷ সংযুক্তার সঙ্গে তন্ময় মাইকাপ, পূর্ব মেদিনীপুর, স্বর্ণদীপ সাহা, কোচবিহার, মহম্মদ মাসুদ আখতার, দঃ ২৪ পরগনা, অনাতপ মিত্র, কোচবিহার, তন্ময় মাইতি, ঋতম নাথ কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
উচ্চমাধ্যমিকে রেকর্ড রাজ্যের ! মেধা তালিকায় প্রথম দশে ১৩৭ পড়ুয়া, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement