পুজোতে সাধ্যের মধ্যে ‘পাঁচতারা মহাভোজ’-র একমাত্র ডেস্টিনেশন গ্রেট ইস্টার্ন

Last Updated:

পুজোর মহাভোজের সমস্ত ব্যবস্থাই রয়েছে গ্রেট ইস্টার্ন হোটেলে ৷ বুফে হোক বা অ্যালাকার্টে ৷ হোটেলের দুই রেস্তোরাঁ ‘অ্যালফ্রেস্কো’ এবং ‘উইলসন’-এর মেনুতে শুধুই বাঙালি খাবারের ছড়াছড়ি ৷

#কলকাতা: ঠাকুর দেখতে বেরিয়ে একটা জিনিস মাস্ট ৷ সেটা হল খাওয়া ৷ ভোজনরসিক বাঙালির কাছে বছরের ৩৬৫ দিনই বিভিন্ন রেস্তোরাঁয় বিভিন্ন ক্যুইজিন ট্রাই না করলে কি আর চলে ? আর সেটা পুজোর সময় তো দ্বিগুণ হয়ে যায় ৷ সারা বছর আমরা অনেকেই কোনটা ‘হাইজেনিক’ এবং কোনটা ‘আনহাইজেনিক’- খাবার নিয়ে এই সমস্ত অনেক গবেষণা করে থাকি ৷ কিন্তু পুজোর সময় বাঁধনহারা উৎসবের পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যাপারেও সমস্ত রেস্ট্রিকশন যেন ভুলে যাই আমরা ৷ এই পাঁচটা দিন বড় রেস্তোরাঁয় লাইন দিয়ে খাওয়ার পাশাপাশি রাস্তার ধারের চপ, চাউমিন, রোলের উপরও হামলে পড়ে মানুষ ৷ সেটা বাসি খাবার , খাবারে কোনও ভেজাল আছে কি না, এই সব ভাবার কোনও সময়েই নেই কারোর কাছে ৷ কিন্তু ভাবুন তো এই ‘স্ট্রিট ফুড’ যদি হাইজেনিক এবং শান্তিতে নিরিবিলিতে আমেজ করে খেতে পারেন, সেটাও আবার একটি পাঁচতারা হোটেলে বসে তাহলে তো কোনও কথাই নেই বলুন ! ভাবছেন সেটা কী করে সম্ভব ? আসলে কলকাতার অভিজাত ললিত গ্রেট ইস্ট্রার্ন হোটেল এবারের পুজোয় সেই সুযোগটাই করে দিচ্ছে শহরের খাদ্যরসিকদের ৷
পুজোর মহাভোজের সমস্ত ব্যবস্থাই রয়েছে গ্রেট ইস্টার্ন হোটেলে ৷ বুফে হোক বা অ্যালাকার্টে ৷ হোটেলের দুই রেস্তোরাঁ ‘অ্যালফ্রেস্কো’ এবং ‘উইলসন’-এর মেনুতে শুধুই বাঙালি খাবারের ছড়াছড়ি ৷ ‘শুক্তো’, ‘ছানার ডালনা’, ‘মুর্শিদাবাদি মাংস বিরিয়ানি’, ‘মুগ ডালের খিচুড়ি’, ‘ভেটকি ধোকার ডালনা ’, ‘গোয়ালান্দো স্টিমের মুর্গি’, ‘ফ্লেভার্ড পাটিসাপ্টা’ মেনুর তালিকা শেষ হওয়ার নয় ৷ বলা যেতে পারে যা যা আপনার পছন্দ, সবই পাবেন শহরের এই ঐতিহ্যশালী পাঁচ তারা হোটেলে ৷ ষষ্ঠী থেকেই শুরু হয়ে গিয়েছে এই মহাভোজের আয়োজন ৷ চলবে বিজয়া দশমী পর্যন্ত ৷ তাই পুজোতে রেস্তোরাঁগুলির বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইন না দিয়ে একদিন একটা ‘ফাইভ স্টার এক্সপিরিয়েন্স’ কিন্তু করতেই পারেন ৷
advertisement
advertisement
14407815_1441348605879483_1137727501_o
গ্রেট ইস্টার্ন হোটেলের আশপাশে সেভাবে কোনও বড় পুজো না থাকায় পুজোর সময়টা শহরের অন্যান্য জায়গার থেকে এটি অনেক বেশি নিরিবিলি জায়গা ৷ এর পাশাপাশি হোটেলের গাড়ি পার্কিং সমস্যাও এখন আর নেই ৷ হোটেলের ভিতরেই নিজস্ব গাড়ি পার্কিং ব্যবস্থা থাকায় গাড়ি রাখারও আর কোনও সমস্যা নেই ৷ আর পুজোতে হোটেলের রেস্তোরাঁ খোলা থাকছে প্রায় ২৪ ঘণ্টাই ৷ তাই অ্যালফ্রেস্কোতে লাঞ্চ কিংবা উইলসনে ডিনার তো সারতেই পারেন ৷ পাশাপাশি বেশি রাতে পুজো দেখতে বেরিয়ে খিদে পেয়ে গেলেও কোনও সমস্যা নেই ৷ মিডনাইট ডিনারেরও ব্যবস্থা রয়েছে গ্রেট ইস্টার্নের উইলসনে ৷
advertisement
14453876_1441348719212805_2082720020_o
পুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে পাঁচতারা হোটেলে লাঞ্চ-ডিনার সারব, সেটা মধ্যবিত্ত বাঙালি অনেকেই ভাবতে পারেন না ৷ কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, পান্ডেলে প্যান্ডেলে ভিড় ঠেলে ঠাকুর দেখার পাশাপাশি যদি ভিড় ঠেলে খেতেও হয় ৷ তাহলে কার ভাল লাগে বলুন ! তাই এইসব ঝঞ্জাট দূরে সরিয়ে রেখে কলকাতার ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের এই শতাব্দীপ্রাচীণ হোটেলে চলে আসতেই পারেন ৷ মহাভোজের আসর বেলা সাড়ে ১২টা থেকেই শুরু হয়ে যাচ্ছে রোজ ৷ লাঞ্চ চলবে বিকেল চারটে পর্যন্ত ৷ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ডিনার এবং রাত ১২টার পর মিডনাইট বুফে ডিনার চলবে রাত সাড়ে তিনটে পর্যন্ত ৷ আর বুফে হোক বা অ্যালাকার্টে ৷ পাঁচ তারা হোটেল বলে ভয়ের কিছু নেই ৷ কারণ দাম থাকছে সাধ্যের মধ্যেই ৷ ২০০০ থেকে ২২৫০ টাকার মধ্যে লাঞ্চ-ডিনার এবং মিড নাইট ডিনার বুফের দাম মাত্র ৯৯৯ টাকা ৷ সেইসঙ্গে থাকছে রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে জীবনমুখি, বাউল সবধরণের গানের লাইভ পারফরম্যান্স ৷ পুজোতে আর কী চাই বলুন !
advertisement
কাঁচা আম ও কাশুন্দি দিয়ে পার্শে মাছ কাঁচা আম ও কাশুন্দি দিয়ে পার্শে মাছ
মুর্শিদাবাদি চিকেন বিরিয়ানি মুর্শিদাবাদি চিকেন বিরিয়ানি
14455696_1441348735879470_1363489649_o
ডেসার্ট কাউন্টারে গেলে জিভে জল আসতে বাধ্য ! ডেসার্ট কাউন্টারে গেলে জিভে জল আসতে বাধ্য !
advertisement
14466982_1441348779212799_1449643048_o
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোতে সাধ্যের মধ্যে ‘পাঁচতারা মহাভোজ’-র একমাত্র ডেস্টিনেশন গ্রেট ইস্টার্ন
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement