Strand Road Fire: মৃতের সংখ্যা বেড়ে ৯, গ্রিন করিডরে মৃতদের নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম-এ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
গ্রিন করিডরের মাধ্যমে দেহগুলি মুড়িয়ে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হচ্ছে ৷ সেখানেই দেহগুলির ময়নাতদন্ত করা হবে ।
#কলকাতা: স্ট্র্যান্ড রোডের বহুতলের ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু হল সাত জনের । তার মধ্যে ৪ জন দমকলকর্মী, ১ জন পুলিশকর্মী এবং একজন রেলের ডেপুটি সিকিউরিটি কমিশনারের দেহরক্ষী। মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার । পরিবারের একজনকে দেওয়া হবে চাকরিও ।
জানা গিয়েছে, দমকলকর্মী গিরিশ দে, গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েত, কলকাতা পুলিশের এএসআই অমিত ভাওয়াল, ডেপুটি সিসিএম পার্থসারথী মণ্ডলের মৃত্যু হয়েছে । মৃত এক আরপিঅফ অফিসারের নাম জানা যায়নি । আরও দুই মৃত আরপিএম কর্মীর পরিচয় জানা যায়নি । গ্রিন করিডরের মাধ্যমে দেহগুলি মুড়িয়ে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হচ্ছে ৷ সেখানেই দেহগুলির ময়নাতদন্ত করা হবে ।
advertisement

advertisement
ঘটনাস্থলে রয়েছেন ডিজি ফায়ার ও কলকাতা পুলিশের কমিশনার। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। দমকলমন্ত্রী সুজিত বসু জানান, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে । কেন আগুন নেভানোর জন্য লিফট ব্যবহার করে উপরে যাওয়ার চেষ্টা করলেন দমকলকর্মীরা, তা এখনও ধোঁয়াশায় । সমস্ত দিক খতিয়ে দেখা হবে ।
advertisement
ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দমকলমন্ত্রী সুজিত বসু এবং দমকলকর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী । কথা বলেন নিখোঁজদের পরিবারের লোকেদের সঙ্গেও । তবে গোটা ঘটনায় রেলের উপর নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি । জানান, রেলের কাছে ম্যাপ চাওয়া হলেও তা পাওয়া যায়নি । রেলের লোকও নাকি উদ্ধারকার্যে হাত লাগায়নি । তবে দুঃখজনক এই ঘটনা নিয়ে তিনি রাজনীতি করতে চান না বলেও এ দিন সংবাদ মাধ্যমের সামনে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2021 12:17 AM IST