বিধায়ককে সরিয়ে মন্ত্রীকে! সরলেন বিবেক, এলেন শশী... পরিচালন সমিতির বদল নিয়ে শোরগোল
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
যদিও সমস্ত অভিযোগ আগেই অস্বীকার করেছেন জোড়াসাঁকোর বিধায়ক। তিনি জানিয়েছেন, পুজো নিয়ে কোনও সমস্যা নেই। যারা কলেজের ছাত্র-ছাত্রী তারা এই সমস্যা করবেও না।
কলকাতা: সাধারণভাবে একটি কলেজের পরিচালন সমিতির সভাপতি বদল বড় কোনও বিষয় নয়। কিন্তু শাসকদলের বিধায়ককে সরিয়ে মন্ত্রীকে সেই পদে বসানো ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে। আর এই বিষয়ে রাজনীতিবিদদের একাংশ মনে করছে দলীয় শৃঙ্খলা প্রশ্নে অত্যন্ত কড়া অবস্থা নিচ্ছে শাসক দল। সাংসদ হোক বা বিধায়ক! দলের যে পদেই কেউ থাকুক না কেন, সাধারণ মানুষের কাছে তার আচরণ যদি কোনও ভাবে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে তাকে সরাতে দ্রুত পদক্ষেপ করছে দল।
চিত্তরঞ্জন কলেজের ছাত্র সংসদ চালায় তৃণমূল ছাত্র পরিষদ। শাসকদলের একটি অংশের বক্তব্য, টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সঙ্গেই সংঘাত তৈরি হয়েছিল বিবেকের। বিভিন্ন কর্মসূচিতে ছাত্র সংসদের তহবিল খরচের বিষয়ে পরিচালন সমিতির অনুমোদন প্রয়োজন হয়। অভিযোগ, সেই অনুমোদন আটকে রাখা হচ্ছিল। ছাত্র ছাত্রীদের অভিযোগ, বিধায়ক ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধেও। কার্যত তিনি দাদাগিরি চালিয়ে যেতে চান বিভিন্ন সময়ে। এর ফলে আসন্ন সরস্বতী পুজো বন্ধ হতে বসেছিল। এই পরিস্থিতিতেই হস্তক্ষেপ করেন তৃণমূল নেতৃত্ব।
advertisement
advertisement
যদিও সমস্ত অভিযোগ আগেই অস্বীকার করেছেন জোড়াসাঁকোর বিধায়ক। তিনি জানিয়েছেন, পুজো নিয়ে কোনও সমস্যা নেই। যারা কলেজের ছাত্র-ছাত্রী তারা এই সমস্যা করবেও না। তবে কেউ কেউ ইন্ধন জোগাচ্ছে কলেজে এই সমস্যা তৈরি করতে। তাদের সাথে কলেজের যোগাযোগ নেই। প্রসঙ্গত, তারই দলের একাংশ ইন্ধন দিয়েছেন বলে প্রকারান্তরে অভিযোগ তার। আবার তার দলের নেতা তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, কয়েকদিন ধরে বেশ কিছু সমস্যা চলছিল। সেই সমস্যার বিষয় শিক্ষা দফতরের নজরে এসেছে। ছাত্র-ছাত্রীরাও অভিযোগ করেছে। শিক্ষা দফতর গোটা বিষয়টি দেখছে।এরই মধ্যে শুক্রবার বদল হয়ে গেল পরিচালন সমিতির সভাপতি। নয়া সভাপতি হলেন মন্ত্রী তথা বিধায়ক শশী পাঁজা। সূত্রের খবর, ছাত্র ছাত্রীদের সাথে কথা বলতে তিনি আজ কলেজে যেতে পারেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 01, 2025 9:15 AM IST