ঝাড়খণ্ড ঘুষ-কাণ্ডে নয়া মোড়, এবার খোদ অভিযোগকারীর বিরুদ্ধে তদন্তে সিবিআই
- Published by:Satabdi Adhikary
- Written by:Amit Sarkar
Last Updated:
গত জুলাই মাসে কলকাতায় ৫০ লক্ষ টাকা সহ ধরা পড়েন ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমার। অমিত আগরওয়াল নামে এক ব্যবসায়ী অভিযোগ আনেন ঝাড়খণ্ড হাইকোর্টে তাঁর বিরুদ্ধে থাকা একটি জনস্বার্থ মামলা তুলে নেওয়ার জন্য তাঁর কাছে ১০ কোটি টাকা দাবি করেছিলেন রাজীব।
কলকাতা: হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া 'ঘুষ' মামলায় খোদ অভিযোগকারীর বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করল সিবিআই। সূত্রের খবর, ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে এই ঘুষ কাণ্ডে প্রাথমিক অনুসন্ধান শেষ করে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত জুলাই মাসে কলকাতায় ৫০ লক্ষ টাকা সহ ধরা পড়েন ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমার। অমিত আগরওয়াল নামে এক ব্যবসায়ী অভিযোগ আনেন, ঝাড়খণ্ড হাইকোর্টে তাঁর বিরুদ্ধে থাকা একটি জনস্বার্থ মামলা তুলে নেওয়ার জন্য তাঁর কাছে ১০ কোটি টাকা দাবি করেছিলেন রাজীব। এই বিষয়ে কোটি টাকায় রফা হয় বলে সূত্রের খবর। এরপরেই রাজীবকে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন বলে দাবি করেছিলেন অমিত।
advertisement
advertisement
পরে হেয়ার স্ট্রিট থানায় রাজীবের বিরুদ্ধে ঘুষ নেওয়া, ভয় দেখানো, হুমকি সহ একাধিক অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন অমিত। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হেয়ার স্ট্রিট থানা। গ্রেফতার করা হয় রাজীবকে।
advertisement
পরে অমিতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত রাজীব। আদালতে তিনি দাবি করেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এরপরই আদালতের নির্দেশে প্রাথমিক তদন্ত শুরু করে সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অমিত আগরওয়াল ও হেয়ার স্ট্রিট থানার তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর তথ্য সামনে এসেছে। তাই তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।
advertisement
উল্লেখ্য, গত নভেম্বর মাসে এই ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়ি ও অফিসে অভিযান করে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছিল একাধিক নথি। অভিযোগ ছিল, এই অমিত বেআইনি কয়লা খনন চক্রের সঙ্গে যুক্ত। তদন্ত শুরুর পর রাতে অমিত আগরওয়ালের বাড়িতে হানা দেয় সিবিআই। অভিযোগকারী অমিত ছাড়াও এর নেপথ্যে কাদের যোগ রয়েছে পুরো বিষয় তদন্ত করে দেখতে চাইছে সিবিআই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 4:11 PM IST