রাজ্যে ৩ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের

Last Updated:

করিমপুর, কালিয়াগঞ্জ, খড়গপুরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা

#নয়াদিল্লি: রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ আগামী ২৫ নভেম্বর খড়গপুর, কালিয়াগঞ্জ, করিমপুরে উপনির্বাচন হবে এই তিন কেন্দ্রে ৷ ফলাফল জানা যাবে ২৮ নভেম্বর ২০১৯ ৷ এই মর্মে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে ৷
রাজ্যের উত্তরবঙ্গের ১ বিধানসভা ও দক্ষিণবঙ্গের ২ বিধানসভা উপনির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ এই নিয়েই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ কেননা খড়গপুর বিধানসভা কেন্দ্রটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷ এই খড়গপুর বিধানসভা আসন থেকে পদত্যাগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেননা তিনি লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসন থেকে জয়ী হয়েছেন ৷
advertisement
অন্যদিকে করিমপুর বিধানসভা থেকে পদত্যাগ করেছেন মহুয়া মৈত্র তিনি লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন ৷ কালিয়াগঞ্জ বিধানসভাতেও উপনির্বাচন হবে একই দিনে ৷ এই কালিয়াগঞ্জ বিধানসভা রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত ৷ সব মিলিয়ে এই তিন কেন্দ্রে লড়াই যে জমজমাট হতে চলেছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে ৩ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement