লোহার মণ্ডপে কংক্রিটের জঙ্গল, এসবি পার্কে আলপনার মোটিভে থ্রি-ডি এফেক্ট
Last Updated:
শান্তিনিকেতনী আলপনায় স্বপ্ন বুনছে কংক্রিটের জঙ্গল। কনটেম্পোরারি থিমে রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসুর লিগ্যাসি।
#কলকাতা: শান্তিনিকেতনী আলপনায় স্বপ্ন বুনছে কংক্রিটের জঙ্গল। কনটেম্পোরারি থিমে রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসুর লিগ্যাসি। লোহার কাঠামো জুড়ে শান্তিনিকেতের নিজস্ব আলপনার মোটিভে থ্রি-ডি এফেক্ট। দুর্গার গয়নার ডিজাইনার বিশ্বভারতীর অধ্যাপক। প্রাক সুবর্ণজয়ন্তী বর্ষে ঠাকুরপুকুর এস বি পার্কে এবার আবাহনে আলপনা।
থিমের সঙ্গে সাবেকির যুগলবন্দি। চিরাচরিত আলপনায় আঁকা হচ্ছে পুজোর ইতিকথা। তবে এ আলপনা আমাদের চেনা নয়। ফুল, ফল, পাখি, প্রকৃতির ছন্দে আঁকা জ্যামিতিক ডিজাইনের আলপনায় শান্তিনিকেতনী ছাপ। যে শিল্পের ভাবনা ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আজও সেই লিগ্যাসি বয়ে চলছে বিশ্বভারতী। সেই আলপনার ছন্দেই সুর বাঁধছে ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন।
advertisement
লোহার কাঠামোয় তৈরি মণ্ডপে এক টুকরো কংক্রিটের জঙ্গল। যেখানে রাবীন্দ্রিক আলপনার মোটিভে থ্রি-ডি এফেক্ট আনবে আলোর জাদু। লোহার কাঠামোর উপর মাটি দিয়ে তৈরি দুর্গার গয়নাতেও আলপনার কারুকাজ। ডিজাইনার খোদ বিশ্বভারতীর কলাবিভাগের অধ্যাপক সুধীররঞ্জন মুখোপাধ্যায়।
advertisement
মণ্ডপের সামনে খোলা চাতালে আলপনা দেবেন অধ্যাপক। উনপঞ্চাশতম বছরে বাঙালির প্রাণের কবির প্রিয় আলপনাতেই সেজে উঠছে ঠাকুরপুকুর এসবি পার্কের পুজো।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2019 10:42 PM IST