এক্সাইড, ক্যামাকস্ট্রিটের পরে এবার শিয়ালদহ! চাকরিপ্রার্থীদের বিক্ষোভে দিনভর উত্তপ্ত কলকাতা

Last Updated:

"নিয়োগ তোমায় দিতে হবে নইলে আবার খেলা হবে"- এমনই স্লোগান তোলেন তাঁরা৷

#কলকাতা: চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কলকাতা৷ এবার শিয়ালদহ স্টেশনের বাইরে বিক্ষোভ৷  বিক্ষোভকারীদের দাবি, আটক সঙ্গীদের মুক্তি দিলেই তাঁরা তাঁদের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করবেন৷ "নিয়োগ তোমায় দিতে হবে নইলে আবার খেলা হবে"- থেকে এমনই স্লোগান তোলেন তাঁরা৷ পুলিশ অবস্থান তুলে দেওয়ার জন্য অনুরোধ করলেও বিক্ষোভে অনড় থাকেন চাকরিপ্রার্থীরা৷ পরে ডিসিইএসডি প্রিয়ব্রত রায়ের নেতৃত্বে  বিক্ষোভকারীদের বলপূর্বক তুলে দেয় পুলিশ৷
প্রথমে এক্সাইডে টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভে তুলকালাম তৈরি হয়৷ তার পর সেই বিক্ষোভ গড়িয়ে যায় ক্যামাক স্ট্রিটেও৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থীরা৷ সেখানেই পরিস্থিতি তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি৷ পুলিশ পরিস্থিতি সামলাতে কার্যত নাজেহাল হয়ে পড়ে৷ ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের এই বিক্ষোভে হঠাৎ উত্তাল হয়ে পড়ল শহর৷
এ দিন দুপুর থেকেই রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে জড়ো হতে থাকেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা৷ আগে থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়নি৷ আচমকাই কলকাতার ব্যস্ত ওই এলাকায় চাকরিপ্রার্থীরা জমা হতে শুরু করেন৷ অনেকে মেট্রো করে এসে রবীন্দ্র সদন স্টেশনে নেমে জমায়েতে যোগ দেন৷
advertisement
advertisement
চাকরিপ্রার্থীদের অভিযোগ, নির্বিচারে অত্যাচার করেছে পুলিশ৷ কোনও অভিযোগ জানানোর স্থান তাঁরা পাননি৷ তাদের উপর নির্বিচারে অত্যাচার চালিয়েছে পুলিশ৷ এমনকী অনেকে আহত হয়ে পড়ে থাকার পরেও কোনও অ্যাম্বুলেন্স আসেনি বলেও অভিযোগ করা হয়েছে বিক্ষোভকারীদের পক্ষ থেকে৷ এক্সাইডে বিক্ষোভ সরাতে পুলিশ কার্যত টেনে-হিঁচড়ে নিয়ে চলে যায় বিক্ষোভকারীদের৷ সেখান থেকে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও, সবটা নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ৷ তার পর আরও একটি জমায়েত পৌঁছে যায় ক্যামাক স্ট্রিটে৷ সেখানেও পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়৷ আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ শিয়ালদহ স্টেশনের বাইরের বিক্ষোভকারীরা জানিয়েছেন, আটক সঙ্গীদের মুক্তি পেলেই তারা তাদের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করবেন তাঁরা৷ পুলিশের হস্তক্ষেপেই বিক্ষোভ ওঠে শেষমেষ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
এক্সাইড, ক্যামাকস্ট্রিটের পরে এবার শিয়ালদহ! চাকরিপ্রার্থীদের বিক্ষোভে দিনভর উত্তপ্ত কলকাতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement