চলতি সপ্তাহের শুরুর দিকেই টেটের উত্তরপত্র প্রকাশ? বিরাট সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের
- Published by:Rachana Majumder
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
সূত্রের খবর টেটের উত্তরপত্র আপলোড নিয়ে শুক্রবারই বৈঠক করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
#কলকাতা: প্রাথমিককে টেটের রেজাল্ট দ্রুত প্রকাশ করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারই তৎপরতাই শুরু হল। এক সপ্তাহ যেতে না যেতেই ফলপ্রকাশের বিষয়ে আলোচনা শুরু করে দিল পর্ষদের আধিকারিকেরা। সূত্রের খবর, গত সপ্তাহে শুক্রবার টেটের উত্তরপত্র আপলোড নিয়ে বৈঠক করেছে পর্ষদের আধিকারিকরা। চলতি সপ্তাহের শুরুর দিকেই উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করতে চায় পর্ষদ। তেমনটাই পর্ষদের আধিকারিকদের টার্গেট। উত্তরপত্র আপলোড হওয়ার পর সেই উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীদের মতামত নেবে পর্ষদ। সেই মতামত নেওয়ার পর কয়েকদিন সময় নিয়েই তারপরেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে চায় পর্ষদ।
যদিও ডিসেম্বর মাসের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব নাকি তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন পর্ষদের আধিকারিকেরা। টেট প্রস্তুতি নিয়ে সম্প্রতি মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। সেই বৈঠক চলাকালীন টেটের ফল প্রকাশ দ্রুত করা হবে বলেও নির্দিষ্টভাবে জানিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তার প্রথম পদক্ষেপ হিসাবেই উত্তরপত্র আপলোড করার জোর তৎপরতা শুরু করে দিল পর্ষদ। রবিবারই হয় প্রাথমিকের টেট। ৮৯% এরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন বলেই পর্ষদ জানিয়েছে। সেটিকে ইতিবাচক হিসাবেই দেখছে পর্ষদ।
advertisement
আরও পড়ুন- নরেন্দ্রপুরে উদ্ধার বিবস্ত্র, বেহুঁশ তরুণী! গণধর্ষণে অভিযুক্ত হবু স্বামী, দেওর
এবারের টেটকে ঘিরে একাধিক পদক্ষেপ করেছিল পর্ষদ। প্রাথমিকের টেট নিয়ে পর্ষদের পদক্ষেপ বিষয়ে ইতিমধ্যেই সন্তোষ করেছে কলকাতা হাইকোর্টও। পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীদের একাংশও। পর্ষদ সূত্রে খবর সেই সন্তোষ প্রকাশ করে পর্ষদ সভাপতির ইমেইলে এবং পর্ষদকে চিঠি পাঠিয়েও ধন্যবাদ জানাচ্ছেন পরীক্ষার্থীদের একাংশ। যদিও পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছেন দ্রুত ফল প্রকাশ করা হবে প্রাথমিকের টেটের। প্রাথমিকের টেটকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য মেটাল ডিটেক্টর, ফ্রিষ্কিং, বায়োমেট্রিক attandence-সহ একাধিক পদক্ষেপ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও পরীক্ষার দিন কয়েকটি জায়গায় বায়োমেট্রিক অ্যাটেনডেন্স, ফ্রিস্কিং কাজ করতে সমস্যা হয়। যা নিয়ে জেলাশাসকদের বিশেষ নির্দেশও দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও পরীক্ষার কোনও প্রশ্ন ফাঁস হয়নি বলে আগেই জানিয়েছেন খোদ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। সব মিলিয়ে টেট নির্বিঘ্ন হলেও এবার ফল প্রকাশের তৎপরতা পর্ষদের।
advertisement
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2022 4:35 PM IST