তাপমাত্রা আরও কিছুটা বাড়ল কলকাতায়

Last Updated:

আজ, রবিবার মকর সংক্রান্তিতে তাপমাত্রা বাড়ল আরও কিছুটা ৷

#কলকাতা: গত তিন দিন ধরেই তাপমাত্রা ধীরে ধীরে উর্ধ্বমুখী ৷ আজ, রবিবার মকর সংক্রান্তিতে তাপমাত্রা বাড়ল আরও কিছুটা ৷ ৯ দিন পর তাপমাত্রা ১২ ডিগ্রির বেশি হল ৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম ৷ এতদিন ১১ ডিগ্রির নীচেই কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করছিল ৷ অবশেষে তা ছুঁল ১২ ডিগ্রিতে ৷ মকর সংক্রান্তির পর তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের ৷
অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শহর। কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা এখনও ১০ ডিগ্রির নীচে রয়েছে। দুর্গাপুর, আসানসোল এবং বহরমপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। রানাঘাটে পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস ৷
আজকের সর্বনিম্ন তাপমাত্রা:- কলকাতা ১২.৩ ডিগ্রি, হুগলি ১০.৫,  দীঘা ১২.২, আসানসোল ৮, বর্ধমান ১১, শ্রীনিকেতন ৮, জলপাইগুড়ি ৯.৮, বহরমপুর ৭.৪, মালদা ১০.৪, কোচবিহার ৫.২, বাঁকুড়া ৯.১, ডায়মন্ডহারবার ১১.৪, বালুরঘাট ১০, কাঁথি ৭, দমদম ১১.২, হলদিয়া ১২.১, কালিম্পং ৭, মেদিনীপুর ১১.১, পানাগড় ৬.৬, বাগডোগরা ৯.৬, ক্যানিং ১১, পুরুলিয়া ৭
advertisement
advertisement
এদিকে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে ঘন কুয়াশার জেরে ডায়মন্ড হারবারে ফেরি পরিষেবা ব্যাহত ৷ নামখানায় ১১৭ নম্বর জাতীয় সড়কে ঘন কুয়াশার জেরে যান চলাচল ধীর গতিতে চলেছে ৷ শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলও  এদিন ব্যাহত হয় ৷ সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
advertisement
উত্তরবঙ্গে শীতের প্রকোপ অবশ্য জারি রয়েছে ৷ জলপাইগুড়িতে আজ, রবিবার পারদ নামল ৮ ডিগ্রিতে ৷ কুয়াশায় ঢাকা গোটা ডুয়ার্স অঞ্চল ৷ কুয়াশাচ্ছন্ন জাতীয় সড়ক, রেললাইন ৷ এর ফলে দেরিতে চলছে অধিকাংশ দুরপাল্লার ট্রেন ৷ দৃশ্যমানতা কম থাকায় ধীরগতিতে চলছে গাড়িও ৷
বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে আগামীকাল, সোমবারও রাজ্যজুড়ে কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে ৷ নদিয়া,মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনাতেও ঘন কুয়াশা থাকার সম্ভাবনা বেশি ৷ স্বাভাবিকের থেকে অবশ্য নীচেই থাকবে তাপমাত্রার পারদ ৷ কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে ৷ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে এবং দক্ষিণবঙ্গে নদিয়া ও মুর্শিদাবাদেও ‘কোল্ড ডে’ পরিস্থিতি বজায় থাকবে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
তাপমাত্রা আরও কিছুটা বাড়ল কলকাতায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement