তেজস্বিনী এবার পৌছে যাবে স্কুলে, কলেজে, মহিলাদের আরও প্রশিক্ষণ দিতে চায় পুলিশ  

Last Updated:

৪ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত প্রায় ৩০০ জন মহিলাকে নিয়ে শুরু হয় ট্রেনিং

#কলকাতা: শহরের একাধিক খবরের মধ্যে বেশি চোখে পড়ে শ্লীলতাহানির খবর। বারবার প্রশ্ন ওঠে মহিলাদের নিরাপত্তা নিয়ে। এবার নিজ নিরাপত্তা নিয়েই সুনিশ্চিত করুন। এই বার্তা দিয়ে কলকাতা পুলিশের উদ্যোগে তেজস্বিনী নামে প্রকল্প। শুধুই ট্রেনিং নয়, স্কুল, কলেজে এই প্রকল্পের প্রচার করে আরও মহিলাকে তেজস্বিনী করতে চায় পুলিশ। গত ৪ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত প্রায় ৩০০ জন মহিলাকে নিয়ে শুরু হয় ট্রেনিং।
ট্রেনিং এর শুরুতেই অনেকের অভিজ্ঞতা ছিল ভিন্ন। নিজের নিরাপত্তা সুনিশ্চিত করা ও মার্সাল আর্ট শেখানো হয়। বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের শেষ করা হয়। এদিন উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, অভিনেতা অভিষেক বচ্চন, মিমি চক্রবর্তী, চিত্রাঙ্গদা সিং ও সুজয় ঘোষ।
এদিনের অনুষ্ঠানে কীভাবে নিজের নিরাপত্তা নিজেই সুনিশ্চিত করবেন তা একবার দেখানো হয়। তেজস্বিনী অনুষ্ঠানে কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা জানান এই অনুষ্ঠান আরও বেশি করে দরকার। বেশি সংখ্যক মহিলাকে তেজস্বিনীর আওতায় আনতে স্কুল ও কলেজে প্রকল্প চালু করার ভাবনা। সাংসদ মিমি চক্রবর্তী জানান এই প্রকল্প সোনারপুরেও চালু করেছেন। এদিনের অনুষ্ঠানের মধ্যে কলকাতা পুলিশের ওয়ারিয়র্স অংশ নেয়।
advertisement
advertisement
Susovan Bhattacharjee
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
তেজস্বিনী এবার পৌছে যাবে স্কুলে, কলেজে, মহিলাদের আরও প্রশিক্ষণ দিতে চায় পুলিশ  
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement