ফেব্রুয়ারিতেই চাকরি হারাতে চলেছেন হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা, প্রতিবাদে আমরণ অনশনের ডাক

Last Updated:

ফেব্রুয়ারিতেই চাকরি হারাতে চলেছেন হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা, প্রতিবাদে আমরণ অনশনের ডাক

 #কলকাতা: আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে চুক্তির মেয়াদ ৷ একইসঙ্গে শেষ হচ্ছে রাজ্যের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের চাকরির মেয়াদও । কিন্তু এখনও সংস্থার তরফে চুক্তি পুনর্নবীকরণের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ স্থায়ীকরণের দাবিতে বাঁকুড়ায় গলায় ফাঁস লাগিয়ে মিছিল শিক্ষকদের, শুরু আমরণ অনশন ।
বেসরকারি একটি সংস্থার মাধ্যমে রাজ্যের সাড়ে ছ’হাজার স্কুলে চুক্তির ভিত্তিতে নিযুক্ত হন প্রায় হাজার খানেক কম্পিউটার শিক্ষক ৷ মেয়াদ শেষে আশঙ্কায় স্থায়ীকরনের দাবিতে সোমবার বাঁকুড়া শহরে গলায় ফাঁস লাগিয়ে আমরণ অনশন শুরু করল কম্পিউটার শিক্ষকরা ।
এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার কম্পিউটার শিক্ষক জড়ো হন বাঁকুড়া শহরে । শহরের কলেজ মোড় এলাকায় জমা হয়ে চাকরির স্থায়িত্বের দাবিতে তাঁরা গলায় দড়ির ফাঁস লাগিয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন । পরে বাঁকুড়ার মাচানতলায় গিয়ে শিক্ষক শিক্ষিকারা আমরণ অনশনে বসেন ।
advertisement
advertisement
আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের দাবি, গত পাঁচ বছর ধরে অল্প বেতনের বিনিময়ে বেসরকারি সংস্থার হয়ে তাঁরা বিভিন্ন স্কুলে কম্পিউটার শিক্ষকতার কাজ করে আসছেন । শিক্ষাদান ছাড়াও স্কুলের কন্যাশ্রী , শিক্ষাশ্রী , সবুজসাথী প্রকল্পের যাবতীয় কাজ করানো হয়েছে তাদের দিয়ে কিন্তু সম্প্রতি ওই শিক্ষকদের চুক্তি নবীকরণ করেনি বেসরকারি ওই সংস্থা । এই পরিস্থিতিতে রাজ্য সরকার এই শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরনের ব্যবস্থা না নিলে প্রত্যেককে আত্মহত্যার পথ বেছে নিতে হবে বলে দাবি আন্দোলনকারীদের ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফেব্রুয়ারিতেই চাকরি হারাতে চলেছেন হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা, প্রতিবাদে আমরণ অনশনের ডাক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement