অর্থ ও শিক্ষা দফতরের ভুল বোঝাবুঝিতে বেতন হল না শিক্ষকদের, হতে পারে আজ
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
আজই বেতন দেওয়ার আশ্বাস শিক্ষা দফতরের ৷
#কলকাতা: নতুন মাস শুরু হয়ে গিয়েছে কিন্তু তবুও এল না বেতন ৷ মাস পয়লায় মাইনে পেলেন না বাংলার শিক্ষকেরা ৷ পারিশ্রমিক নিয়ে শিক্ষকদের একাংশের বিক্ষোভের মাঝেই মার্চ মাসের শুরুতে বেতন পেলেন না রাজ্যের শিক্ষকেরা ৷ অর্থ ও শিক্ষা দফতরের ভুল বোঝাবুঝিতেই এই বিপত্তি বলে জানিয়েছে রাজ্য ৷ আজই বেতন দেওয়ার আশ্বাস শিক্ষা দফতরের ৷
মাস শুরু হলেও বেতন না পেয়ে সমস্যায় শিক্ষকেরা ৷ মার্চ মাস শুরু হলেও অ্যাকাউন্টে আসেনি স্যালারি ৷ বেতন না পেয়ে সংসার খরচ নিয়ে উদ্বিগ্ন রাজ্যের শিক্ষকেরা৷ মাসের পয়লা তারিখে বেতন না হওয়ার মতো ঘটনা এযাবৎকালে নজিরবিহীন ৷
স্কুল ও অর্থ দপ্তরের বোঝাপড়ার অভাবের জন্যই কি শিক্ষকদের বেতন পেতে দেরি? সরকারি স্কুলগুলির শিক্ষকরা ইতিমধ্যেই বেতন পেয়ে গেছেন। কিন্তু সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলির শিক্ষকরা বেতন পেলেন না। স্কুল শিক্ষা দফতর থেকে দু’বার রিমাইন্ডার দেওয়া হয় অর্থ দপ্তরকে। কিন্তু বোঝাবুঝির অভাবের জেরেই সমস্যা বাঁধে। আজ সকালেই স্কুল শিক্ষা সচিব মণীশ জৈন ও অর্থ সচিব হরেকৃষ্ণ ত্রিবেদীর কথা হয়। তারপরই অর্থ দফতর থেকে ফাইল ছেড়ে দেওয়া হয়েছে । ট্রেজারি থেকে টাকা দিতে বলা হয়েছে। বিল সাবমিট করলেই রিলিজ করে দেওয়া হবে আজই।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2020 5:26 PM IST