Tathagata Roy on Kailash Vijayvargiya: 'কৈলাসকে ঘৃণা করি', এবার বেনজির মন্তব্য তথাগতর, দলের অন্দরে তীব্র গুঞ্জন

Last Updated:

Tathagata Roy on Kailash Vijayvargiya: তথাগতর সঙ্গে রাজ্য বিজেপির দূরত্ব কারও অজানা নয়। রাজ্যবিজেপির নেতারও তাঁর সঙ্গে দূরত্ব রেখেছেন এ যাবৎ। অন্য দিকে আস্তিনের ছোঁড়ায় বারবার ধার দিয়েছেন তথাগত।

কৈলাসকে ঘৃণা করি, প্রকাশ্যে এই মন্তব্য় করলেন তথাগত রায়।
কৈলাসকে ঘৃণা করি, প্রকাশ্যে এই মন্তব্য় করলেন তথাগত রায়।
#কলকাতা: রাজ্য বিজেপিতে ফের সক্রিয় ভূমিকায় দেখা গেল তথাগত রায়কে। আজ রবিবার সকালে বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে তিনি বৈঠক করলেন মুরলীধর সেন লেনে রাজ্য দপ্তরে। তথাগত রায়ের নিজের কথায়, "রাজ্যে বিজেপি সংগঠন নিয়ে একাধিক পরামর্শ সুকান্তকে দিলাম। নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। " এই বৈঠকের পরেই তথাগত রায় নজিরবিহীন ভাষায় তোপ দাগেন কৈলাস বিজয়বর্গীয় বিরুদ্ধে।
তথাগতর সঙ্গে রাজ্য বিজেপির দূরত্ব কারও অজানা নয়। রাজ্যবিজেপির নেতারও তাঁর সঙ্গে দূরত্ব রেখেছেন এ যাবৎ। অন্য দিকে আস্তিনের ছোঁড়ায় বারবার ধার দিয়েছেন তথাগত।
দিলীপ শিবির হোক বা কৈলাস বিজয়বর্গীয়, তথাগতর সঙ্গে এদের সম্পর্ক রীতিমতো আদায়কাচকলায়। ভোটপর্ব সাঙ্গ হওয়ার পর বারংবার  কৈলাস বিজয়বর্গীয়-অরবিন্দ মেনন-দিলীপ ঘোষ-শিবপ্রকাশ এই চতুষ্কোণ নিয়ে মুখ খুলেছেন তথাগত। এদিনও তোপ দাগেন তথাগত রায়। বলেন, "ওকে আমি এখনো ঘৃণা করি। আমার ঘৃণা কমবে না।" তথাগত আরও জানান, "সংবাদমাধ্যম ভুল খবর করেছে কৈলাস বিজয়বর্গীয় রাজ্য পর্যবেক্ষকের দায়িত্বে ফিরছে বলে। কৈলাস বিজয়বর্গীয় এ রাজ্যে কোনও দায়িত্বেই আর আসছে না, রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক শেষে বললেন,তথাগত রায় ।"
advertisement
advertisement
অভিষেকের ত্রিপুরা যাত্রা নিয়েও অভিষেকের মুখে ছিল বাছাই মন্তব্য়। বিজেপি শাসিত ত্রিপুরায় আজ সভা নিয়ে কম নাটক হয়নি। স্থানবদল থেকে কোভিড বিধি পরিবর্তন, বহু নাটকীয়তা দেখেছে পড়শিরাজ্যের তৃণমূল কর্মীরা। এদিন সেই প্রসঙ্গ এলে তিনি বলেন, "গণতান্ত্রিক দেশ যে কেউ যেখানে খুশি যেতে পারে।  পিসি গোয়া যাচ্ছেন তো ভাইপো ত্রিপুরা। আবার কেউ উত্তর প্রদেশ যাবেন। যেতেই পারেন। তবে অভিষেকের জন্য ত্রিপুরা কাঁপছে না, কারোর ম্যালেরিয়ার জন্য কাঁপতে পারে।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tathagata Roy on Kailash Vijayvargiya: 'কৈলাসকে ঘৃণা করি', এবার বেনজির মন্তব্য তথাগতর, দলের অন্দরে তীব্র গুঞ্জন
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement