টার্গেট ২০২১, ‘বাংলার গর্ব মমতা’, শুরু হল তৃণমূলের নতুন জনসংযোগ অভিযান
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
একুশের লক্ষ্যে রাস্তায় তৃণমূল ৷ দিদিকে বলো কর্মসূচির পর এবার বাংলার গর্ব মমতা ৷
#কলকাতা: সব ব্যাধির একটাই বিশল্যকরণী , জনসংযোগ যাত্রা । আর এই এক ওষুধেই রাজ্যের শাসক দল চাইছে সব রোগ দূর করতে। দলের মধ্যেই পুরনো নতুন দ্বন্দ্ব কিংবা এলাকায় জন বিচ্ছিন্নতা, অথবা সঠিকভাবে সঠিক কথা প্রচারের অভাব। তফশিলি জাতি র ভোট একটা বড় অংশ বিজেপিতে চলে যাওয়া এ সব সমস্যাই ভোট বাক্সে নেগেটিভ এফেক্ট ফেলতে পারে আবারও। আর তাই ৭৫ দিনের বহু মাত্রিক জনসংযোগের ওপরই জোড় দিলো শাসক দল তৃণমূল।
২০১৯ সালের ভোটে খারাপ ফলের কারণ খুঁজতে গিয়ে তৃণমূল নেতাদের একাংশ বিভিন্ন সময়ে স্বীকার করেছে শুধু বামেদের ভোট বিজেপিতে যাওয়াই কারণ নয়। দলের লোকেদের মানুষের সঙ্গে খারাপ আচরণ ও অনেক দূরত্ব তৈরি করেছে। তাই ৭৫ দিনের ‘বাংলার গর্ব মমতা’ অভিযানের আনুষ্ঠানিক শুরুর দিন দলের লোকেদের উদ্ধত আচরণ থেকে নিজেদের দূরে রাখার পরামর্শ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
advertisement
‘বাংলার গর্ব মমতা’ অভিযান ২ মার্চ থেকে শুরু হয়ে ১০ মে অবধি চলবে। এই অভিযান ৩ টি ধাপে হবে-
advertisement
প্রথম ধাপ
৭ই মার্চ থেকে ১৫ ই মার্চ- তৃণমুল সদস্য সম্মেলন হবে প্রতি বিধানসভায় ৷জলযোগে যোগাযোগ (সাংবাদিকদের সঙ্গে কথোপকথন) একইসঙ্গে দলের পুরনো সংগঠকদের সম্মাননা। স্বীকৃতি সম্মেলনের মধ্যে দিয়েই এগোবে ৷
advertisement
দ্বিতীয় ধাপ
২০ মার্চ থেকে ১৯ এপ্রিল- ২৯৪ টি বিধানসভার ১৫ হাজার জনবসতির মানুষের সঙ্গে বঙ্গধ্বনী যাত্রার মাধ্যমে জনসংযোগ । একইসঙ্গে সংহতি যাত্রা ও চেতনা সভার মাধ্যমে তফশীলিজাতি ভুক্ত মানুষের সঙ্গে জনসংযোগ । এই অংশের একটা বড় ভোট ২০১৯ সালে বিজেপির দিকে ঘুরে যাওয়ায় এই অংশের জন্য বিশেষ উদ্যোগ।
advertisement
তৃতীয় ধাপ
২০ শে এপ্রিল থেকে ১০ ই মে- বাংলার বার্তা নামের এক পরিক্রমায় ৩৫০০ পঞ্চায়েত ও পুরসভার ১০ লক্ষ মানুষের সঙ্গে জনসভা। (১৮ থেকে ২৫ বছর বয়স) নতুন সদস্যদের বরণ করতে নবীন বরণ। যেখানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
এই ধাপে ২৯৪ টি বিধানসভার ১৫ হাজার মহিলাকে সম্মাননা জানানো হবে। এলাকায় জনমত প্রভাবিত করতে পারে এমন ব্যাক্তির সংগেও আলোচনা ও সংযোগ স্থাপন রয়েছে এই ধাপে। এছাড়াও বুথ সম্মেলনে জোর দেওয়া হয়েছে এই জনসংযোগ যাত্রায় । সব মিলিয়ে ঘাটতি পূরনের লক্ষ্যে ২১ র বিধানসভা ও পুরভোটকে মাথায় রেখেই রাস্তাই বেছে নিল রাজ্যের শাসক দল।
advertisement
SOURAV GUHA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2020 7:27 PM IST