গোটা রাজ্যে ট্যারান্টুলার আতঙ্ক! এবার দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগেও হানা দিল বিষাক্ত ওই মাকড়শা

Last Updated:

গোটা রাজ্যে ট্যারান্টুলার আতঙ্ক! এবার দুর্গাপুর, বাঁকুড়াতেও হানা দিল বিষাক্ত ওই মাকড়শা

#কলকাতা: ক্রমে গোটা রাজ্যে হানা দিচ্ছে বিষাক্ত ট্যারান্টুলা মাকড়সা। আতঙ্কে রাজ্যবাসী। শনিবার লোমশ এই আটপেয়িকে দেখা যায় দুর্গাপুরের কাঁকসার দুটি জায়গায়। গোপালপুর ও বিদবিহারে পুরনো বাড়ি থেকে উদ্ধার হয় বিষাক্ত ওই মাকড়সা। সেগুলিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
বাঁকুড়ার উপরডাঙাতেও একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে ট্যারান্টুলা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের পর এবার  বৈতায়  হানা দিল ট্যারান্টুলা। মাকড়সাটি বোতলবন্দি করা হয়। আরামবাগেও পাড়ি দিয়েছে লোমশ এই আটপেয়ি! মোহনপুর ও রোদুলপুরে  বাড়ির ভিতর থেকে উদ্ধার ট্যারান্টুলা।
এরআগে, পশ্চিম মেদিনীপুরের ডেবরার রঘুনাথপুর ও কামারশাল, বেলদা এমনকী কলকাতাতেও দেখা মেলে বিষাক্ত এই মাকড়সার। ট্যারান্টুলা আতঙ্কে তটস্থ পূর্ব মেদিনীপুরও ৷  দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের মোট ছ’টি এলাকা থেকে ছ’টি বিষাক্ত মাকড়সা ধরা পড়েছিল। অন্যদিকে, হাওড়ার বাগনানে তিনটি লোমশ মাকড়সা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারমধ্যে একটিকে ধরে বন দফতরের হাতে তুলে দেন তাঁরা। বনাধিকারিকরা মাকড়শাটিকে ট্যারান্টুলা বলে চিহ্নিত করেন।
advertisement
advertisement
লোমশ মাকড়সা কি সত্যি ট্যারান্টুলা? উত্তর যাই হোক না কেন, আটপেয়ীর আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যবাসীর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
গোটা রাজ্যে ট্যারান্টুলার আতঙ্ক! এবার দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগেও হানা দিল বিষাক্ত ওই মাকড়শা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement