লোমশ মাকড়সা কি সত্যি ট্যারান্টুলা? উত্তর যাই হোক না কেন, আতঙ্ক পিছু ছাড়ছে না!

Last Updated:

লোমশ মাকড়সা মানেই কি ট্যারান্টুলা? উত্তর যাই হোক না কেন, আতঙ্ক পিছু ছাড়ছে না!

#কলকাতা: লোমশ মাকড়সা কি সত্যি ট্যারান্টুলা? উত্তর যাই হোক না কেন, আটপেয়ীর আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না। আজও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের তিনটি জায়গায় দেখা মিলেছে বিষাক্ত মাকড়সার। বিষ মাকড়সার দেখা মিলেছে উত্তরবঙ্গের রায়গঞ্জেও।
লোমশ মাকড়সা দেখলেই ট্যারান্টুলার আতঙ্ক। মহিষাদলের কাপাসেড়িয়ায় বাজার লাগোয়া দোকানের পাশেই দেখা যায় বিষ মাকড়সা। স্থানীয়রা কৌটাবন্দি করে সেটিকে তুলে দেন বন দফতরের হাতে।
এগরাতেও আবার দেখা মিলল বিষাক্ত মাকড়সার। ৬ নম্বর ওয়ার্ডের কসবায় এক বাসিন্দার বাড়িতে দেখা যায় লোমশ মাকড়সা। বনদফতরে খবর দেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
মেদিনীপুর শহরেও ট্যারান্টুলা আতঙ্ক । হাতারমাঠে আবাসনের বেসমেন্টে লোমশ মাকড়সা দেখে সন্দেহ হয় নিরাপত্তাকর্মীর। আতঙ্কে জুতো দিয়ে মাকড়সাটি মেরে ফেলেন তিনি। বিষয়টি বন দফতরের নজরে আনা হয়েছে।
advertisement
বাঁকুড়ার খাতরাতেও এবার দেখা মিলল বিষ মাকড়সার। বেনাগ্রামে বলাই পাত্রর বাড়িতে দেখা যায় বড় লোমশ মাকড়সা। গ্রামবাসীরা সেটিকে কৌটোবন্দি করে তুলে দেন বন দফতরের হাতে। মাকড়সাটি ট্যারান্টুলা বলে দাবি বন দফতরের।
ট্যারান্টুলার আতঙ্ক উত্তরবঙ্গেও। রায়গঞ্জের বেদিনগর বাজারে লোমশ মাকড়সা দেখে আতঙ্ক ছড়ায়। সেটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন রায়গঞ্জ পিপল ফর এনিমেলের সদস্যরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লোমশ মাকড়সা কি সত্যি ট্যারান্টুলা? উত্তর যাই হোক না কেন, আতঙ্ক পিছু ছাড়ছে না!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement