১৯ কোটির রহস্যের পিছনে কে? প্রাথমিকে চাকরি পেতে কারা দিয়েছিল টাকা? জানতে তাপসকে ফের তলব সিবিআইয়ের

Last Updated:

গত ৯ জানুয়ারি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচাৰ্যের স্ত্রী, মানিকের পুত্র এবং মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল সিটি সেশন কোর্টে ইডির বিশেষ আদালতে হাজিরা দেন। তিন জনের নামই চার্জেশিটে রয়েছে ইডি-র চার্জশিটে।

#কলকাতা, অর্পিতা হাজরা: নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলকে ফের তলব করল সিবিআই। বৃহস্পতিবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়। এই নিয়ে তিন বার এই মানিক ভট্টাচাৰ্য ঘনিষ্ঠকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, এদিন তাপসের কাছ থেকে তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ এবং ৩২৫ জন ব্যক্তি, যাঁদের কাছ থেকে ১৯ কোটি টাকা নিয়েছিলেন কুন্তল, তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইবে সিবিআই।
গত বুধবারই সিবিআইয়ের সমন পেয়ে নিজামে হাজিরা দেন তাপস। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস বলেন, "অফলাইনে ভর্তি হওয়া ৩২৫ জনের কাছ থেকে ১৯ কোটির বেশি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ।" জেরায় তৃণমূল নেতা সেই কথা স্বীকার করেছেন বলেও জানান তাপস। বুধবার তাপস এবং কুন্তল, দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করেন সিবিআইয়ের গোয়েন্দারা।
advertisement
advertisement
গত ৯ জানুয়ারি নিয়োগ দুর্নীতি মামলায় সিটি সেশন কোর্টে ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়েছিলেন অভিযুক্ত মানিক ভট্টাচাৰ্যের স্ত্রী, মানিকের পুত্র এবং মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিন জনের নামই চার্জেশিটে রয়েছে ইডি-র চার্জশিটে।
advertisement
ইডি-র আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, "অল বেঙ্গল টিচার্স ট্রেনিং এচিভার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন তাপস মণ্ডল।" প্রার্থীদের কাছ থেকে তিনিই টাকা সংগ্রহ করতেন। গোটা বিষয়টাই হল প্রাথমিকের তৎকালীন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নির্দেশে। দুর্নীতি সম্পর্কে সবটাই জানতেন তাপস।
advertisement
এবার, মানিক ভট্টাচাৰ্য অফলাইনে যে সমস্ত চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশন করেছিলেন তাঁদের তালিকা সম্পর্কে তাপস মণ্ডলের কাছ থেটকে তথ্য পেতে চাইছে সিবিআই।
ARPITA HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
১৯ কোটির রহস্যের পিছনে কে? প্রাথমিকে চাকরি পেতে কারা দিয়েছিল টাকা? জানতে তাপসকে ফের তলব সিবিআইয়ের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement