Tapas Roy: ‘বাংলার মানুষের অধিকারের টাকা আটকে রেখেছেন’, অমিত শাহকে আক্রমণ তাপসের
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Tapas Roy: অমিত শাহের আগমন নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা তাপস রায়৷
কলকাতা: অমিত শাহের আগমন নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা তাপস রায়৷ তিনি বললেন, ‘‘বাংলায় গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে নিন্দুকরা নানা কথা বলে৷ এর মধ্যেই অমিত শাহ আসছেন৷ আমাদের প্রশ্ন আছে তাই অমিত শাহের কাছে তিনি দলীয় বিবাদ মেটাতে, ভোট চাইতে, পুজো উদ্বোধন করতে আসেন। বাংলার মানুষের আর্তনাদ শুনতে কি তিনি পান না?’’
তারপরেই কেন্দ্রের প্রাপ্ত অর্থ নিয়েও তিনি আক্রমণ করেন অমিত শাহকে, বলেন, ‘‘বাংলার মানুষের অধিকারের টাকা আটকে রেখেছেন৷ বাংলা বিজেপির নেতারা নানা কথা বলে চলেছেন৷ দল-রাজনীতি-সরকার-এর ফারাক বিজেপির আমলে দেখা যাচ্ছে না। বহিরাগত জমিদাররা আসেন বাংলায়৷ জাত-ধর্ম-প্রাদেশিকতা নিয়ে যারা ভাগ করেন। তারা আসছেন৷ আসলে বিবাদের দৃষ্টি ঘোরাতে আসছেন। ’’
বিজেপির রাজ্য সভাপতিকে আক্রমণ করে তাপস বলেন, ‘‘সুকান্ত মজুমদার-সহ যাঁরা আসছেন, অর্থাৎ বিজেপি নেতারা, আজ তারা জেনে রাখুন পরিচয়পত্র নিয়ে ভোট দেওয়া সম্ভব হয়েছিল মমতা বন্দোপাধ্যায়ের জন্য৷ বাংলার মানুষকে অবজ্ঞা করবেন না৷ বাংলার মানুষ ২০২১ সালে জবাব দিয়েছিল, আবার দেবে৷’’
advertisement
advertisement
তাপস আরও বলেন, ‘‘বাংলার মানুষের বঞ্চনার দিকে দৃষ্টিপাত করেন না৷ মেটানোর চেষ্টা করেন না৷ এমন ভাব করেন, যেন এটা তাদের দলীয় তহবিলের টাকা৷ দিনের পর দিন বাংলার ওপর দমন-পীড়ন চালাচ্ছে৷ বাংলা ব্রিটিশকে জবাব দিয়েছে, আগামীদিনে তথাকথিত জমিদারদের সমুচিত জবাব দেবে৷ এটা বাংলার মানুষের বিশ্বাস। দেশের ও বাংলার ইতিহাসকে ধ্বংস করতে নেমে পড়েছে বিজেপি৷ এর সমুচিত জবাব দেওয়া হবে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2023 11:38 AM IST