Tangra Dey Family Case: বাড়ির দুই বউ, নাবালিকাকে বিষ খাইয়ে খুন, অ‍্যাকসিডেন্ট..., ট‍্যাংরার সেই দে পরিবার মামলায় এবার গঠিত হল চার্জ! কী জানাল আদালত?

Last Updated:

Tangra Dey Family Case: ট‍্যাংরায় একই পরিবারের তিন সদস‍্য খুনের ঘটনায় চার্জ গঠন করা হল। পরিবারে দুই গৃহবধূ ও এক নাবালিকা খুনে বৃহস্পতিবার চার্জ গঠন করল শিয়ালদা আদালত।

বাড়ির দুই বউ, নাবালিকাকে বিষ খাইয়ে খুন, অ‍্যাকসিডেন্ট..., ট‍্যাংরার সেই দে পরিবার মামলায় এবার গঠিত হল চার্জ! কী জানাল আদালত?
বাড়ির দুই বউ, নাবালিকাকে বিষ খাইয়ে খুন, অ‍্যাকসিডেন্ট..., ট‍্যাংরার সেই দে পরিবার মামলায় এবার গঠিত হল চার্জ! কী জানাল আদালত?
কলকাতা: ট‍্যাংরায় একই পরিবারের তিন সদস‍্য খুনের ঘটনায় চার্জ গঠন করা হল। পরিবারে দুই গৃহবধূ ও এক নাবালিকা খুনে বৃহস্পতিবার চার্জ গঠন করল শিয়ালদা আদালত। এই ঘটনার দুই অভিযুক্ত দে পরিবারের দুই ছেলে প্রণয় দে এবং প্রসূণ দে-র বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টা- এই দুই ধারায় চার্জ গঠন করা হয়েছে বলেই আদালত সূত্রে জানা গিয়েছে।
পরিবারের তিন সদস‍্যকে খুনের অভিযোগে প্রণয় এবং প্রসূণকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। গত ফেব্রুয়ারি মাসে ঘটেছিল এই ঘটনা। প্রায় ৭ মাস পর বৃহস্পতিবার শিয়ালদা আদালতের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টে দুই অভিযুক্তের উপস্থিতিতে চার্জ গঠন করা হল। জানা গিয়েছে এই মামলার পরবর্তী শুনানির হবে আগামী ৬ সেপ্টেম্বর।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই ট‍্যাংরার দে পরিবারের ঘটনায় শিউরে ওঠে গোটা শহর। ১২ ফেব্রুয়ারি এম বাইপাসে মেট্রোর স্তম্ভে ধাক্কা মারে দে পরিবাররে গাড়ি। গাড়িতে ছিলেন দে পরিবারের ছোট ছেলে প্রসূণ দে, বড় ছেলে প্রণয় দে এবং প্রণয়ের নাবালক পুত্র। এরপরেই তদন্তে নেমে উঠে গোটা পরিবারের মর্মান্তিক ঘটনা।
advertisement
পরিবারের তিন সদস‍্য রোমি দে, সুদেষ্ণা দে এবং প্রিয়ম্বদাকে খুনের অভিযোগ ওঠে ছোট ছেলে প্রসূণের বিরুদ্ধে। তদন্তে জানা যায়, তিনটি দেহ বাড়িতে রেখে প্রতীপ ও তার বাবা প্রণয়কে নিয়ে বেরিয়ে পড়েছিলেন প্রসূন। ভোরে তাঁদের গাড়ি বাইপাসের ধারে মেট্রোর স্তম্ভে ধাক্কা মারে। দুর্ঘটনায় তিন জনই গুরুতর জখম হন। দীর্ঘদিন হাসপাতালে ছিলেন তাঁরা। সুস্থ হয়ে ওঠার পরে খুনের অভিযোগে প্রথমে গ্রেফতার করা হয় প্রসূনকে। বর্তমানে গ্রেফতার হল প্রণয়কেও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra Dey Family Case: বাড়ির দুই বউ, নাবালিকাকে বিষ খাইয়ে খুন, অ‍্যাকসিডেন্ট..., ট‍্যাংরার সেই দে পরিবার মামলায় এবার গঠিত হল চার্জ! কী জানাল আদালত?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement