Tala Water Tank: বন্ধ থাকবে টালা ট্যাঙ্কের জল সরবরাহ! বড় ঘোষণা, সোমবার থেকে টানা কতঘণ্টা মিলবে না জল?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Water Supply: উত্তর এবং মধ্য কলকাতা ও শহরতলীর বিস্তীর্ণ অংশে জল সরবরাহের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হবে।
কলকাতা: বন্ধ থাকবে টালা ট্যাঙ্কের জল সরবরাহ। আজ ১৬ই ডিসেম্বর সোমবার সকাল ৯ টা থেকে ১৭ই ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত বন্ধ থাকলে টালা ট্যাঙ্কের জল সরবরাহ। টানা ২১ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতার বুকে অন্যতম জল সরবহারের এর প্রক্রিয়া।
সূত্রের খবর, টালা ট্যাঙ্কে কাজের জন্যই বন্ধ থাকবে এই জল সরবরাহ। মূলত আগের তুলনায় বড় মাপের ইলেকট্রোমেকানিক্যাল ভালভ, হাই ক্যাপাসিটির নতুন মোটর, পাম্প সারাই থেকে শুরু করে, ট্যাঙ্কের এবং জল সরবরাহকারী পাইপের লিকেজ সারাইয়ের মত গুরুত্বপূর্ণ কাজ হবে। এর ফলে উত্তর এবং মধ্য কলকাতা ও শহরতলীর বিস্তীর্ণ অংশে জল সরবরাহের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হবে।
advertisement
advertisement
প্রায় শতবর্ষ প্রাচীন কলকাতার অন্যতম পুরনো জলসরবাহের ক্ষেত্র হল এই টালা ট্যাঙ্ক। লক্ষ লক্ষ শহরবাসী নির্ভর করে থাকে এই জলের উপরেই। যদিও কলকাতা কর্পোরেশন সূত্রে এর আগেই বিজ্ঞপ্তি দিয়ে এবং ঘোষণা করে গোটা বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবুও সূত্রের খবর অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে পুরসভার ছোট ছোট জল সরবরারেহের গাড়ির ব্যবস্থাও রাখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2024 1:37 PM IST