টালা ব্রিজে রেড অ্যালার্ট ! ভারী যান চলাচল বন্ধ, বড় গাড়ি, বাসের জন্য বিকল্প রুট
Last Updated:
জরাজীর্ণ ব্রিজ ভেঙে নতুন সেতুর পক্ষে মত বিশেষজ্ঞদের। টালা ব্রিজের ভবিষ্যৎ কী? আজ দুপুরে রিপোর্ট খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।
#কলকাতা: টালা ব্রিজে রেড অ্যালার্ট। বিপজ্জনক সেতু। রিপোর্টের পরেই বন্ধ ভারী যান। বড় গাড়ি, বাসের জন্য বিকল্প রুট। জরাজীর্ণ ব্রিজ ভেঙে নতুন সেতুর পক্ষে মত বিশেষজ্ঞদের। টালা ব্রিজের ভবিষ্যৎ কী? আজ দুপুরে রিপোর্ট খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই শহরের উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে প্রশাসন। কিছুদিন আগেই টালা ব্রিজের পরীক্ষা করে কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা রাইটস। রিপোর্টে কলকাতা শহরের সঙ্গে উত্তর চব্বিশ পরগনার সংযোগকারী গুরুত্বপূর্ণ টালা ব্রিজে ত্রুটি ধরা পড়েছে। বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসে প্রশাসন। সেখানেই সিদ্ধান্ত,টালা ব্রিজের উপর ভারী যান চলাচল বন্ধ। টালা ব্রিজে বাসও উঠবে না। ভারী যান চলাচল আটকাতে ব্রিজে বসবে হাইটবার। ব্রিজে চলবে শুধুমাত্র ছোট গাড়ি। ব্রিজের ওজন কমাতে সরছে গ্যাসের পাইপ।
advertisement
উনিশশো বাষট্টিতে চালু। ছ'শো পঁচাত্তর মিটার দীর্ঘ ছেচল্লিশ বছরের পুরোন টালা ব্রিজের অবস্থা বেহাল।
advertisement
শহরের গুরুত্বপূর্ণ এই ব্রিজে ভারী গাড়ির নো এন্ট্রি। যানজট এড়াতে বিকল্প রুটের ব্যবস্থা করেছে প্রশাসন।
- চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে চিৎপুর রোড-কাশীপুর রোড-গোপাললাল ঠাকুর রোডে বাস-লরি চলাচল
- চিৎপুর রোড থেকে খগেন চ্যাটার্জি রোড
- চিৎপুর লকগেট ফ্লাইওভার দিয়ে বিটি রোডে ভারী গাড়ি চলাচল
advertisement
- চিড়িয়া মোড় থেকে দমদম রোড, নাগেরবাজার, যশোর রোড
- দমদম রোড, সেভেন ট্যাঙ্ক রোড, নর্দান অ্যাভিনিউ, ইন্দ্র বিশ্বাস রোড হয়ে বেলগাছিয়া
- পাইকপাড়া থেকে টালা হয়ে বেলগাছিয়ার দিকে ভারী গাড়ি চলাচল
জরাজীর্ণ অবস্থা। তাই পুরোন ব্রিজ ভেঙে নতুন করে ব্রিজ তৈরির পক্ষেই বিশেষজ্ঞদের একাংশের মত। বৃহস্পতিবার থেকেই ব্রিজের পরবর্তী পরীক্ষা শুরু করেছে রাইটস।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2019 11:17 AM IST

