#কলকাতা: গতকালের পর ফের শহরে সোয়াইন ফ্লু আক্রান্তের খোঁজ। মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি চার বছরের এক শিশুর রিপোর্ট পজিটিভ। চার মাস বয়সের আরও এক শিশুকেও পার্ক সার্কাসের একটি নার্সিং হোমে ভরতি করা হয়েছে। থুথুর নমুনায় এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস মিলেছে। এনিয়ে রাজ্যে পাঁচজন সোয়ান ফ্লু আক্রান্তের খোঁজ পাওয়া গেল। উপসর্গ নিয়ে আরও বেশ২০১৫-য় গোটা দেশ সোয়াইন ফ্লু-র ভয়াবহ দাপট দেখেছে। এরাজ্যে প্রায় পঁচিশ জনের মৃত্যু হয়। আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৫০০ জন। গত বছর সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর খুব একটা খোঁজ না মিললেও এবছর ফের রাজ্যে সোয়াইন ফ্লু-র আতঙ্ক। বৃহস্পতিবার তিনজন আক্রান্তের খোঁজ মিলেছে। শুক্রবার আরও দুই শিশুর থুথুর নমুনায় এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস মিলল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Swine Flu