Swachhta Pakhwada Week: মেট্রো স্টেশনে সাফাই অভিযান কর্মসূচি কলকাতা মেট্রো তরফে 

Last Updated:

Swachhta Pakhwada Week: রেল মন্ত্রক ১৫ সেপ্টম্বর ‘স্বচ্ছ্বতা পাখওয়াড়া’ কর্মসূচির সূচনা করেছে। ২০২৩ সালের ১৫  সেপ্টেম্বর রেল বোর্ডের চেয়ারপার্সন ও সিইও জয়া ভার্মা রেল ভবনে ‘স্বচ্ছ্বতা শপথ’ পরিচালনা করেন।

Swachhta Pakhwada Week-রেল মন্ত্রক ১৫ সেপ্টম্বর ‘স্বচ্ছতা পাখওয়াড়া’ কর্মসূচির সূচনা করেছে
Swachhta Pakhwada Week-রেল মন্ত্রক ১৫ সেপ্টম্বর ‘স্বচ্ছতা পাখওয়াড়া’ কর্মসূচির সূচনা করেছে
কলকাতা:  ১৬ সেপ্টম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত মেট্রো রেলের পক্ষ থেকে পালন করা হচ্ছেই ‘স্বচ্ছ্বতা পাখওয়াড়া’ সপ্তাহ।  স্বচ্ছ্ব ভারত মিশনের অধীন এই স্বচ্ছ্বতা পাখওয়াদা সপ্তাহ যেখানে রেল স্টেশন, মেট্রো স্টেশন, রেল কলোনি, হাসপাতাল এবং অন্যান্য রেলওয়ে প্রতিষ্ঠানে নিবিড় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।  বৃহস্পতিবার এই স্বচ্ছতা অভিযান করা হয় কলকাতা মেট্রোর নীল, সবুজ, এবং বেগুনি লাইনে।
পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে যাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে  এই কর্মসূচি।
advertisement
রেল মন্ত্রক ১৫ সেপ্টম্বর ‘স্বচ্ছ্বতা পাখওয়াড়া’ কর্মসূচির সূচনা করেছে। ২০২৩ সালের ১৫  সেপ্টেম্বর রেল বোর্ডের চেয়ারপার্সন ও সিইও জয়া ভার্মা রেল ভবনে ‘স্বচ্ছ্বতা শপথ’ পরিচালনা করেন। স্বচ্ছ্বতা শপথবাক্য পরে উদ্বোধন করা হয়ে এবছরের  ‘স্বচ্ছ্বতা পাখওয়াড়া’ কর্মসূচি। উদ্বোধনের দিন  রেলের কর্মীরা ছাড়াও রেল জোনের বরিষ্ঠ আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। স্বচ্ছ ভারত মিশনের বার্তা প্রচারের জন্য প্রতি বছর ১০০ ঘণ্টা পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে রেল পরিবার স্বচ্ছতার শপথ নিয়েছে।  ভারতীয় রেলের ‘স্বচ্ছ্বতা পখওয়াড়া’ কর্মসূচির সঙ্গে যুক্ত করা হয়েছে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক এবং জল শক্তি মন্ত্রকের যৌথ অভিযান ‘স্বচ্ছ্বতা হি সেবা’ কর্মসূচিও।
advertisement
সাধারণ মানুষকে বায়োটয়লেট ব্যবহার, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস সম্পর্কে শিক্ষিত করে তুলতে ডিজিটাল মিডিয়া/পাবলিক ঘোষণার মাধ্যমে ব্যাপক সচেতনতা অভিযানের পরিকল্পনা করা হয়েছে বলে রেল সূত্রে খবর। স্বচ্ছ্ব ভারত মিশনের অধীন এই স্বচ্ছতা পাখওয়াদা সপ্তাহ যেখানে রেল স্টেশন, মেট্রো স্টেশন, রেল কলোনি, হাসপাতাল এবং অন্যান্য রেলওয়ে প্রতিষ্ঠানে নিবিড় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় পাশাপাশি এই কর্মসূচির সঙ্গে যুক্ত করা হয়েছে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক এবং জল শক্তি মন্ত্রকের যৌথ অভিযান ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচিও। প্রতি বছর ১০০ ঘণ্টা পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে রেল পরিবার স্বচ্ছ্বতার শপথ নেওয়া হয়েছে।
advertisement
Sourav Tewari
বাংলা খবর/ খবর/কলকাতা/
Swachhta Pakhwada Week: মেট্রো স্টেশনে সাফাই অভিযান কর্মসূচি কলকাতা মেট্রো তরফে 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement