Suvendu Adhikari || Amit Shah: ভূপতিনগর-কাণ্ডে NIA তদন্তের আবেদন, শাহকে চিঠি শুভেন্দুর! 'হামলা'র বিস্ফোরক দাবি...
- Published by:Sanjukta Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Letter to Amit Shah: অমিত শাহকে লেখা শুভেন্দু অধিকারীর চার পাতার চিঠিতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা মজুত করার চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছে শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
#কলকাতা: ভূপতিনগরের বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত আবেদন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে রাজ্যের বিরোধী দলনেতার দাবি, "পশ্চিমবঙ্গ বোমা তৈরির শিল্পে পরিণত হয়েছে।" শুধু ভূপতিনগর নয়, টিটাগর সহ একাধিক ঘটনার উল্লেখ রয়েছে এই চিঠিতে। অমিত শাহকে লেখা শুভেন্দুর চিঠিতে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য, বোমা তৈরির 'ফর্মুলা'-রও উল্লেখ রয়েছে। অভিযোগ, গতকাল ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটার পর ফরেন্সিক যাওয়ার আগে পর্যন্ত এলাকা ঘিরে রাখা হয়নি। প্রমাণ লোপাটের অভিযোগেরও উল্লেখ রয়েছে চিঠিতে।
অমিত শাহকে লেখা শুভেন্দু অধিকারীর চার পাতার চিঠিতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা মজুত করার চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছে শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলনেতা এবং বিরোধীদের ওপর হামলা চালানোর উদ্দেশ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা তৈরি করছে তৃণমূল, এই মর্মে অভিযোগ জানিয়ে চিঠিতে শুভেন্দুর দাবি, "শুধু বোমা নয়, বন্দুক, গুলিও মজুত করা হচ্ছে।"
advertisement
advertisement
"বিরোধীদের পাশাপাশি খোদ শুভেন্দু অধিকারীর ওপর বোমা গুলি বন্দুক নিয়েও তৃণমূলীরা আক্রমণ করতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠির দ্বিতীয় পৃষ্ঠায় আশঙ্কা প্রকাশ শুভেন্দুর।
advertisement

এমনকি পঞ্চায়েত দখল করতে রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস তেমন আশঙ্কার উল্লেখও রয়েছে বিস্ফোরক এই চিঠিতে।রাজ্যের পরিস্থিতির বিস্তারিত উল্লেখ করে একদিকে ভূপতি নগরের ঘটনায় NIA তদন্তের আবেদনের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শাসক দলের বোমা গুলি বন্দুক মজুত করার অভিযোগের ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও আবেদন জানান শুভেন্দু অধিকারী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 04, 2022 7:10 PM IST