'হাফ লাখ ভোটে যদি মাননীয়াকে না হারাতে পারি, আমি রাজনীতি ছেড়ে দেব', মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
মমতার মাস্টারস্ট্রোকের জবাবে তৃণমূলনেত্রীর গড় থেকেই খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর |
#কলকাতা: ফের আরও একবার বঙ্গ রাজনীতির এপিসেন্টার নন্দীগ্রাম | মমতার মাস্টারস্ট্রোকের জবাবে তৃণমূলনেত্রীর গড় থেকেই খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর | সকালে নন্দীগ্রামের সভামঞ্চে দাঁড়িয়ে যে সদর্প ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো| তাঁর জবাবে দাপটের সঙ্গে শুভেন্দু অধিকারীর ঘোষণা, 'আজকের তারিখ সময় দেখে লিখে রাখুন| হাফ লাখ ভোটে যদি মাননীয়াকে না হারাতে পারি, আমি রাজনীতি ছেড়ে দেব |'
বছর দশেক পরে ফের বাংলার রাজনীতিতে বদলের ডাক | আবারও বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রাম | শুভেন্দু সহ বিজেপিকে জবাব দিতে মমতার ঘোষণায় চাঞ্চল্য | ২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়াবেন মমতা বন্দ্যোধ্যায়৷ এ দিন নন্দীগ্রামে জনসভা থেকেই আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করে দিলেন মমতা নিজেই৷ নাম না করে কার্যত শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী৷ | ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই মমতার খাসতালুক থেকে শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল সুপ্রিমো| সরাসরি নাম করে তৃণমূল নেত্রীকে কটাক্ষ, 'নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন? সে দাঁড়াতেই পারেন | আপনার দলে কোনও শৃঙ্খলা নেই | যে যা খুশি সিদ্ধান্ত জানাতে পারেন | আপনি আপনার ভাইপো যা খুশি ঘোষণা করতে পারেন |কিন্তু বিজেপি পার্টিটা শৃঙ্খলিত | এখানে যে কেউ কে দাঁড়াবেন ঘোষণা করতে পারে না | ওটা আপনার প্রাইভেট লিমিটেডে হয় | কথা দিচ্ছি পদ্মফুল হাতে নিয়ে পার্টি আমাকে দাঁড়াতে দিক বা অন্য কেউ নন্দীগ্রাম থেকে দাঁড়ান, হাফ লাখ ভোটে মাননীয়াকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব |'
advertisement
নন্দীগ্রাম নিয়ে তৃণমূল সুপ্রিমোর আবেগ নিয়ে শুভেন্দু অধিকারীর প্রশ্ন, 'নন্দীগ্রামের জন্য উনি কী করেছেন ? ভোট এলে নন্দীগ্রামের কথা মনে পড়ে | আপনি তো নন্দীগ্রাম আসেন 5 বছর অন্তর |' এখানেই শেষ নয়, দক্ষিণ কলকাতার সভা থেকে আক্রমণের সুর আরও চড়িয়ে নেত্রীর বুদ্ধি নিয়েও তির্যক মন্তব্য করেন শুভেন্দু | বলেন, 'তৃণমূল প্রাইভেট লিমিটেডের নেত্রীর এত বুদ্ধি যে, 294 আসনেই ওনাকে মুখ হতে হয়েছে | জেলার পর্যবেক্ষণেও উনি | এত বুদ্ধি নিয়েও বিহার থেকে ঠিকাদার ভাড়া করে এনে বুদ্ধি ধার করতে হচ্ছে |'
advertisement
advertisement
একুশের ভোটের তারিখ ঘোষণার আগেই প্রার্থী নাম ঘোষণা নিয়ে সরগরম বাংলার রাজ্য রাজনীতি| মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণার পর যদিও একে চ্যালেঞ্জ বলে মানতে নারাজ বিরোধীরা | উল্টে তাদের পাল্টা আক্রমণ, হারের ভয়ে সুরক্ষিত জায়গা খুঁজছেন নেত্রী | সেই প্রসঙ্গে শুভেন্দু মমতাকে বিঁধে বলেন, 'বাংলায় এখন তৃণমূলের জন্য সেফ কোনও জায়গা নেই৷' জোড়াফুল শিবিরের উদ্দেশে শুভেন্দুর চ্যালেঞ্জ, 'যে যেখানে দাঁড়াবেন দাঁড়িয়ে যান, শুধু বলে দিন কত ভোটে হারাতে হবে৷' ভবানীপুরে হারের সম্ভাবনা রয়েছে৷ তাই নন্দীগ্রাম থেকে ভোটের লড়াই করার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর মাস্টারস্ট্রোকের পরই এমন দাবি করল বিজেপি৷ অনেকটা একই সুর আর এক বিরোধী দল সিপিএমেরও৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 18, 2021 6:02 PM IST