বছর শেষের সন্ধেয় সোমেন মিত্রের বাড়িতে গেলেন শুভেন্দু, জল্পনা তুঙ্গে
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
যদিও সোমেন মিত্রের পুত্র কংগ্রেস নেতা রোহন, সমস্ত জল্পনা উড়িয়ে বলেছে এ শুধুমাত্রা সৌজন্য সাক্ষাৎ ৷ এর মধ্যে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷
#কলকাতা: ২১-এর কুরুক্ষেত্রের আগে ঘটনাবহুল ২০২০-এর বঙ্গ রাজনীতি ৷ বছরের শেষ সন্ধেতেও একের পর এক চমক ৷ তাঁর কেন্দ্রে শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রামের প্রাক্তন বিধায়কের প্রতি পদক্ষেপই এখন জন্ম দিচ্ছে সংবাদ শিরোনামের ৷ বৃহস্পতিবার বর্ষ শেষের সন্ধে প্রয়াত সোমেন মিত্রের বাড়িতে শুভেন্দুকে দেখে ফের জল্পনায় মাতল রাজনৈতিক মহল ৷
৩১ ডিসেম্বর প্রয়াত কংগ্রেস নেতার জন্মদিন ৷ সূত্রের দাবি, জন্মদিনে অগ্রজ সোমেন মিত্রকে শ্রদ্ধার্ঘ জানাতেই নাকি মিত্রবাড়িতে হাজির হন শুভেন্দু অধিকারী ৷ এদিন শুভেন্দুর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রিতেশ তিওয়ারি, শঙ্কুদেব পন্ডা ৷
বাড়ি পৌঁছেই সোমেন মিত্রের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সদ্য বিজেপিতে যোগ দেওয়া জননেতা শুভেন্দু অধিকারী ৷ কথা বলেন সোমেন পত্নী শিখা মিত্র ও তাঁর ছেলে রোহনের সঙ্গে ৷ দল আলাদা হলে সোমেন মিত্রের সঙ্গে অধিকারী পরিবারের সম্পর্ক বরাবরই সৌহার্দ্যপূর্ণ ৷ সেই সম্পর্কের কারণেই এদিনের প্রবীণ নেতা ও প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতির বাড়িতে যান শুভেন্দু ৷
advertisement
advertisement

তা যতই ঘনিষ্ঠ সম্পর্ক থাকুন না কেন, আচমকা প্রয়াত নেতার বাড়িতে শুভেন্দুকে দেখেই ফের তুঙ্গে রাজনৈতিক মহলের জল্পনা ৷ যদিও সোমেন মিত্রের পুত্র কংগ্রেস নেতা রোহন, সমস্ত জল্পনা উড়িয়ে বলেছে এ শুধুমাত্রা সৌজন্য সাক্ষাৎ ৷ এর মধ্যে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ একইসঙ্গে তিনি এও স্পষ্টভাবে জানান, যে তিনি বিজেপিতে যাচ্ছেন না ৷ তবে মিত্রবাড়িতে শুভেন্দুর পদক্ষেপে বছর শেষে ফের রাজনীতির ময়দানে নয়া জল্পনার ঝড় ৷
advertisement
অর্ণব হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 31, 2020 11:41 PM IST