হোম /খবর /কলকাতা /
রাজনৈতিক অবস্থান স্পষ্ট করুন, দলত্যাগী দুই বিধায়ককে চিঠি দিলেন শুভেন্দু

Suvendu Adhikari|BJP: রাজনৈতিক অবস্থান স্পষ্ট করুন, দলত্যাগী দুই বিধায়ককে চিঠি দিলেন শুভেন্দু

বিশ্বজিৎ দাস (বাঁদিকে) এবং তন্ময় ঘোষকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷

বিশ্বজিৎ দাস (বাঁদিকে) এবং তন্ময় ঘোষকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷

মুকুল রায়ের পর গত দু' দিনে দুই বিজেপি বিধায়ক শাসক শিবিরে নাম লেখালেন৷ এর ফলে বিজেপি-র বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৭২ (Suvendu Adhikari|BJP)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া দুই বিধায়ক তন্ময় ঘোষ এবং বিশ্বজিৎ দাসকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সাত দিনের মধ্যে নিজেদের রাজনৈতিক অবস্থান জানানোর জন্য দুই বিধায়ককে চিঠিতে জানিয়েছেন শুভেন্দু৷ প্রসঙ্গত, সোমবার তৃণমূলে যোগ দেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ৷ গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস৷

মুকুল রায়ের মতোই তন্ময় এবং বিশ্বজিতের বিরুদ্ধেও দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে বিধায়ক পদ খারিজের দাবি জানানোর পথেই হাঁটবে বিজেপি৷ তার আগে দুই বিধায়ককে চিঠি দিয়ে তাঁদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে বললেন বিরোধী দলনেতা৷

চিঠিতে দুই বিধায়কের উদ্দেশেই বিরোধী দলনেতা লিখেছেন, সংবাদমাধ্যমে তাঁদের দু' জনেরই তৃণমূলে যোগদান করার খবর সম্প্রচারিত হয়েছে৷ ফলে চিঠির প্রাপ্তির সাতদিনের মধ্যে তাঁরা যেন নিজেদের রাজনৈতিক অবস্থান বিরোধী দলনেতার স্পষ্ট করেন৷ অন্যথায় তাঁরা দলত্যাগ করে তৃণমূলে নাম লিখিয়েছেন বলেই ধরে নেওয়া হবে৷

দলীয় বিধায়কদের ধরে রাখাই এখন বিজেপি-র কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ মুকুল রায়ের পর গত দু' দিনে দুই বিজেপি বিধায়ক শাসক শিবিরে নাম লেখালেন৷ এর ফলে বিজেপি-র বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৭২৷ আরও অনেকেই যে তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন, বিজেপি নেতৃত্বের তা অজানা নয়৷ ফলে তাঁদেরকে নিরস্ত করার জন্যও দলত্যাগীদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিতে চাইছে বিজেপি শিবির৷ মুকুল রায়ের দল বদল করার পর তাঁর বিরুদ্ধেও দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার দাবি জানিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা৷ সেই শুনানিও চলছে৷ দলত্যাগ বিরোধী আইন রাজ্যে কার্যকর করার জন্য হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী৷ যদিও তার পরেও বিজেপি বিধায়কদের দলবদল ঠেকানো যাচ্ছে না৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Biswajit Das, BJP, Suvendu Adhikari, TMC