Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে ‘না’ পুলিশের, বাঁকুড়ার পুলিশ সুপারকে ‘গ্যারাজ’ করার হুঁশিয়ারি শুভেন্দুর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বাঁকুড়ার কোতুলপুরে ফের শুভেন্দু অধিকারীর কর্মসূচি বাতিল করল পুলিশ। আর এ নিয়ে বাঁকুড়ার পুলিশ সুপারকে লোকসভা ভোটের আগে ‘গ্যারাজ’ করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আজ শুক্রবার আমাদের বাঁকুড়া জেলা নেতৃত্ব সভা করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন। আদালত যেদিন বলবে সেদিনই আমরা কোতুলপুরে সভা করব।’’
বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারির বিরুদ্ধে গর্জে উঠে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বিচারপতিকে ভুল বুঝিয়ে উনি আমার রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দিয়ছেন। অতীতেও পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় আদালতের অনুমতি নিয়েই বাঁকুড়া জেলায় সভা করেছি। আজ বিজেপির বাঁকুড়া জেলার সংশ্লিষ্ট সাংগঠনিক জেলার মন্ডল সভাপতি কলকাতায় আসছেন সভা করার অনুমতি চেয়ে মামলা করতে। পুলিশের উপর আমাদের কোনও আস্থা নেই। আমরা এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ চাই। আদালত যেদিন ঠিক করে দেবে আমি সেদিনই কোতুলপুরে সভা করব।’’
advertisement
advertisement
বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে রীতিমত সতর্ক করে এদিন বাঁকুড়ার পুলিশ সুপারকে চরম হুঁশিয়ারিও দেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘‘লোকসভা ভোটে ওঁকে কি করে গ্যারাজ করতে হয় সেটা শুভেন্দু অধিকারী করে দেখাবে।’’ বলা বাহুল্য, গত ২৬ অক্টোবর কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। কোতুলপুরের বিজেপি বিধায়কের এই শিবির বদলের পরেই কর্মীদের মনোবল চাঙ্গা করতে গত ১ নভেম্বর কোতুলপুরের মোহিনীমোহন ময়দানে বিজয়া সম্মিলনীর ডাক দেয় বিজেপি। যে অনুষ্ঠানে থাকার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। তবে ওই সম্মেলনের জন্য পুলিশ প্রশাসনের অনুমতি না মেলায় পরে হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। বিজেপির আশা ছিল, শেষ মুহুর্তে হলেও আদালতের তরফে অনুমতি মিলবে। কিন্তু বাঁকুড়া পুলিশের কাছ থেকে ময়দানে প্রবেশ ও বাহিরের একমাত্র পথের যুক্তি শুনে শেষ মুহুর্তে অনুমতির আবেদন বাতিল করে আদালত। যদিও সেদিন শুভেন্দু অধিকারী কোতুলপুরে পৌঁছালেও আদালত যেহেতু অনুমতি দেয়নি তাই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে হাজির না থাকলেও ভার্চুয়ালি বক্তব্য রেখে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন ১৭ নভেম্বর তিনি কোতুলপুরে রাজনৈতিক কর্মসূচি পালন করবেন। কিন্তু ফের পুলিশের অনুমতি না মেলায় নির্দিষ্ট কর্মসূচি বাতিল ঘোষণা করে আজ শুক্রবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 10:20 AM IST