Suvendu Adhikari meets CV Ananda Bose: রবিবারই রাজ্যপালের সঙ্গে ‘ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের’ নিয়ে দেখা করতে চান শুভেন্দু
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Adhikari meets CV Ananda Bose: রবিবার বিকেলে ভোট পরবর্তী হিংসার ঘটনায় ১০০ জন 'আক্রান্ত'দের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান শুভেন্দু অধিকারী। শুক্রবার হাইকোর্ট বলেছিল শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে কিছু শর্ত মেনে দেখা করতে পারবেন।
কলকাতা: রবিবার বিকেলে ভোট পরবর্তী হিংসার ঘটনায় ১০০ জন ‘আক্রান্ত’দের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান শুভেন্দু অধিকারী। শুক্রবার হাইকোর্ট বলেছিল শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে কিছু শর্ত মেনে দেখা করতে পারবেন। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিস থেকে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার আবেদন জানানো হল।
রাজ্যপাল সময় দিলে রবিবার বিকেলেই শুভেন্দু ‘আক্রান্ত’দের নিয়ে রাজভবনে যাবেন। শুধু তাই নয়, আগামী বুধবার রাজভবনের সামনে ধর্নায় বসার ব্যাপারে এখনও অনড় শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ফের কলকাতা পুলিশকে চিঠি দিয়ে অনুমতির বিষয় জানতে চাইবেন শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গত বৃহস্পতিবার চিঠি লিখেছিলেন শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে যেখানে তৃণমূল কংগ্রেস ধর্নায় বসেছিল ঠিক সেই জায়গাতেই বুধবার দুপুর থেকে টানা পাঁচ দিন ধর্নায় বসার অনুমতির আবেদন করেছিলেন বিরোধী দলনেতা। কিন্তু এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর চিঠির কোনও জবাব দেওয়া হয়নি। তিনি সোমবার পর্যন্ত অপেক্ষা করবে না হলে মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনারকে ফের চিঠি দিয়ে জানতে চাইবেন তাঁর ধরনায় বসার অনুমতির বিষয়ে পুলিশের কী বক্তব্য, এ কথাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2024 6:10 PM IST