Suvendu Adhikari Slams DYFI: ইনসাফ যাত্রা ঘিরে স্বপ্ন দেখছে CPIM, সেই ভাবনাকেই তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

Last Updated:

Suvendu Adhikari slams DYFI: এবার ব্রিগেডের সবুজ গালিচায় শ্বেত পতাকার শক্তি দেখাতে চায় ডিওয়াইএফআই।

ইনসাফ যাত্রাকে কটাক্ষ শুভেন্দুর
ইনসাফ যাত্রাকে কটাক্ষ শুভেন্দুর
কলকাতা: বেনজির ভাবে ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রাকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বারুইপুরে দলীয় সভায় বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, “ডিওয়াইএফআই না কী একটা আছে খায় না মাথায় দেয় কেউ জানে না। তারা ইনসাফ যাত্রা করছে। ইনসাফ কথাটি উর্দু। এদের বাংলা নেই উর্দু থেকে নিয়ে এসেছে। এদের বাপ ঠাকুর দাদারা সব চিনে আছে। নেতাজিকে তোজোর কুকুর বলেছিল ও রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলেছেন। এরা তৃণমূলের সঙ্গে একসঙ্গে বিরিয়ানি খায়।’
শুভেন্দুর আরও দাবি, ‘ক’দিন আগে মীনাক্ষীর জ্যাঠামশাই সীতারাম ইয়েচুরি দিল্লিতে তৃণমূলের সঙ্গে বিরিয়ানি খেয়েছে। ৩৪ বছরের ১৫ বছরে ইংরেজি তুলে দিয়েছিল। কম্পিউটার বন্ধ করে দিয়েছিল। ২ লক্ষ কোটি টাকা ঋণ করেছে। এক কোটি বেকার রেখে গিয়েছে। সিপিএম চিরকুটে চাকরি দিয়েছে। তৃণমূল তো চাকরি বিক্রি করেছে। রামনবমীর মিছিলে হামলা হলে ইনসাফ যাত্রা হয়? মহম্মদ সেলিম সুজন চক্রবর্তী চুপ করে থাকবেন।’
advertisement
আরও পড়ুন: ওজন কমবে তরতরিয়ে, কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি! রোজ পাতে রাখুন এই ফল; দারুণ উপকারী
এবার ব্রিগেডের সবুজ গালিচায় শ্বেত পতাকার শক্তি দেখাতে চায় ডিওয়াইএফআই। আর তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে ফেলেছে সিপিএমের যুব সংগঠন। গত ৩ নভেম্বর সংগঠনের ৪৪ তম প্রতিষ্ঠা দিবসের দিন কোচবিহার থেকে শুরু হয়েছিল ইনসাফ যাত্রা। কাজ এবং শিক্ষা-সহ সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যাকে সামনে রেখে এই ইনসাফ যাত্রা করেছিল সিপিএমের যুব সংগঠন।
advertisement
advertisement
দু’মাস গোটা রাজ্য ঘুরে ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশের মাধ্যমে শেষ হবে এই কর্মসূচি। সেই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিওয়াইএফআই কর্মীরা। আর কয়েকমাস পড়েই লোকসভা ভোট। তার আগে আটঘাট বেঁধে মাঠে নামার কৌশল নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। সেই লক্ষ্য বুধবার শুরু হয়ে দুদিনের রাজ্য কমিটির বৈঠকে আলোচনাও হয়েছে। লোকসভা ভোটের আগে ডিওয়াইএফআই-এর ‘ইনসাফ যাত্রা’ রাজ্য জুড়ে বাম সংগঠনে নতুন উৎসাহ সঞ্চার করেছে বলে অবশ্য দাবি করেছেন প্রায় সব জেলার নেতারাই।
advertisement
উজ্জ্বল রায়
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari Slams DYFI: ইনসাফ যাত্রা ঘিরে স্বপ্ন দেখছে CPIM, সেই ভাবনাকেই তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement