'বীরভূমে লতাপাতাও চলত অনুব্রতর ইশারায়', বগটুই কাণ্ডে কেষ্ট-যোগ প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু
- Published by:Rachana Majumder
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
সিবিআইয়ের দাবি, বগটুইয়ে ঘটে যাওয়া নারকীয় ঘটনার দিন কোথাও অনুব্রতর একটা যোগ ছিল৷ কারণ, ফোন মারফত কথা হয়েছিল অনুব্রতর৷
#ভেঙ্কটেশ্বর লাহিড়ী, উলুবেড়িয়া: ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী৷ 'আদালতের বিচারাধীন কোনও বিষয় নিয়ে আমি কোনও মন্তব্য করব না। কিন্তু আমরা যা জানি বীরভূম জেলায় লতাপাতাও চলত অনুব্রত মণ্ডলের ইশারায়। এই অবস্থায় ভাদু শেখ, অনারুলরা পুলিশকে যেভাবে দেড় ঘণ্টা আটকে রেখে বগটুইয়ে হত্যাকাণ্ড চালিয়েছিল, তা অনুব্রত কিছুই জানতেন না, এটা হওয়া অস্বাভাবিক। আর অনুব্রত যদি বিষয়টা জানতেনই, তাহলে অনুব্রতকে যিনি নির্দেশ দিয়েছিলেন ফেসটাইম থেকে বা ল্যান্ড ফোন থেকে তাঁকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ করা উচিত'। বগটুই কাণ্ডে অনুব্রত যোগের তথ্য পাওয়া প্রসঙ্গে হাওড়ার উলুবেড়িয়ায় কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বগটুইয়ের ঘটনায় অনুব্রত মণ্ডলের যোগ খুঁজে পেল সিবিআই৷ আপাতত বীরভূমের দাপুটে তৃণমূল নেতা জেলবন্দি অন্য অভিযোগে৷ সেই অভিযোগের পর এবার অনুব্রতর বগটুই কাণ্ডে যোগ খুঁজে পেল সিবিআই। রাজনৈতিক মহলের কাছে যে সংযোগ খুঁজে পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিবিআই এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাশে একটি নালিশ করেছে৷ সিবিআই-এর তরফ থেকে বলা হয়েছে, বগটুই কাণ্ডে অনুব্রত যোগ আরও সন্ধান করে দেখতে চাইছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: 'প্রধানমন্ত্রীর মা মারা গেছেন, এ নিয়ে মন্তব্য করব না', হঠাৎ কেন বললেন মমতা?
সিবিআইয়ের দাবি, বগটুইয়ে ঘটে যাওয়া নারকীয় ঘটনার দিন কোথাও অনুব্রতর একটা যোগ ছিল৷ কারণ, ফোন মারফত কথা হয়েছিল অনুব্রতর৷ সিবিআইয়ের তরফে এও দাবি করা হয়েছে, ঘটনার দিন আর তার পরের দিন দু’বার ফোনে কথা হয় এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত আনারুল হকের৷ কেন কথা হয়েছিল, কী কথা হয়েছিল ফোনে, সেটাই এখন ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের৷ সিবিআই আরও নির্দিষ্ট করে বলেছে, ২১ মার্চ রাত ৮.৫০ মিনিটে ও ২২ মার্চ, মোট দু’বার ফোনে কথা হয় অনুব্রত-আনারুলের মধ্যে। সব মিলিয়ে বগটুই কান্ডে এবার অনুব্রত যোগ সামনে আসায় অস্বস্তি যে বাড়ল কেষ্ট মণ্ডলের, মনে করছে ওয়াকিবহল মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2023 10:25 PM IST