Suvendu Adhikari: ধর্ষণকাণ্ডের শাস্তি হিসেবে এরাজ্যে যোগীর উত্তরপ্রদেশ মডেল দাবি শুভেন্দু অধিকারীর

Last Updated:

Suvendu Adhikari: ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের সরাসরি ‘এনকাউন্টার’-এর মাধ্যমে শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মডেল অনুসরণ করার দাবি জানান। তাঁর কথায়, ‘অভিযুক্তকে জমা নিয়েই খরচ করা উচিত!’

ধর্ষণকাণ্ডের শাস্তি হিসেবে এরাজ্যে যোগীর উত্তরপ্রদেশ মডেল দাবি শুভেন্দু অধিকারীর 
ধর্ষণকাণ্ডের শাস্তি হিসেবে এরাজ্যে যোগীর উত্তরপ্রদেশ মডেল দাবি শুভেন্দু অধিকারীর 
ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের সরাসরি ‘এনকাউন্টার’-এর মাধ্যমে শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মডেল অনুসরণ করার দাবি জানান।
বিরোধী দলনেতা বলেন, “অভিযুক্তকে জমা নিয়েই খরচ করা উচিত!” কসবা এবং দুর্গাপুরের সাম্প্রতিক গণধর্ষণের ঘটনা উল্লেখ করে শুভেন্দু এই বিষয়ে রাজ্য সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়েও কটাক্ষ করেন। তিনি জানান, নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে। ধর্ষণের ঘটনায় যে ধরা পড়বে তাকে গ্রেফতার করার পর এনকাউন্টার করার দরকার বলে মনে করেন বিরোধী দলনেতা।
advertisement
advertisement
কসবার আইন কলেজে ধর্ষণ এবং দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ এই ঘটনাগুলিতে যারা অভিযুক্ত তারা যেন কোনও ভাবে ছাড়া না পান তারা রাজ্য সরকারকে খেয়াল রাখতে হবে এমনটাই মন্তব্য শুভেন্দু অধিকারীর। জলপাইগুড়ির রাজগঞ্জের বানিয়াপুকুর এলাকায় বছর দুই আগে একটি মেয়ে ধর্ষণ হয়। সেই ঘটনায় অভিযুক্তের ফাঁসির সাজা দেওয়া হয়, কিন্তু তা এখনো কার্যকর হয়নি। সেই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন যোগী আদিত্যনাথের মডেল আনা হোক।
advertisement
প্রসঙ্গত, এর আগে আরজি কর কাণ্ডের সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টারের কথা বলেছিলেন। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক ধর্ষণকাণ্ড নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেন তিনি। তার মন্তব্য বারবার এইসব ধরনের ঘটনা ঘটছে। কেন বার বার এমন ঘটনা ঘটছে? রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বারবার ডিভিসিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “সব জায়গায় জল জমলে উনি ডিভিসি’র জল ছাড়া কে দেখতে পান কিন্তু কসবার ঘটনা থেকে এখনো নারী নির্যাতনের বিরুদ্ধে কোন কথা বলেননি মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতার প্রশ্ন দুই ছাত্রীর উপর নির্যাতনের ঘটনায় এখনো তিনি চুপ। অথচ যে কোন ঘটনায় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। এই ঘটনাগুলিতে উনি চুপ কেন? ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় শনিবার সকাল থেকে দুর্গাপুর উত্তাল। কয়েকজন যুবক ওই পড়ুয়াকে টেনে হিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ওই চিকিৎসক পড়ুয়াকে পরে তার সহপাঠীরাই হাসপাতালে ভর্তি করে এফ আই আর দায়ের হয়েছে তবে সেই ঘটনায় এখনো গ্রেফতার হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ধর্ষণকাণ্ডের শাস্তি হিসেবে এরাজ্যে যোগীর উত্তরপ্রদেশ মডেল দাবি শুভেন্দু অধিকারীর
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement