Suvendu Adhikari: ‘ডায়মন্ড হারবারে তৃণমূলকে হারাব, এক লক্ষ বিজেপি কর্মী ময়দানে থাকবে...’! হুঙ্কার শুভেন্দু অধিকারীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
যদিও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী ভোটে লড়বেন কি না তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে এখনও প্রার্থী ঘোষণা করা না হলেও তৃণমূল প্রার্থীকে পরাজিত করার বিষয়ে রীতিমতো হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কোচবিহার: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন যে, ডায়মন্ড হারবারে যদি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী লোকসভা ভোটে দাঁড়ান তাহলে তৃণমূল তিন নম্বরে থাকবে, জিতবে বিজেপি প্রার্থী। যদিও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী ভোটে লড়বেন কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে এখনও প্রার্থী ঘোষণা করা না হলেও তৃণমূল প্রার্থীকে পরাজিত করার বিষয়ে রীতিমতো হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী।
‘‘ডায়মন্ড হারবার আর দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রচারে এক লক্ষ বিজেপি কর্মী ময়দানে থাকবে। ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসকে হারাবো।’’ দেখা হবে লড়াইয়ের ময়দানে বলেও কার্যত হুঁশিয়ারির সুরে সুর সপ্তমে শুভেন্দু অধিকারীর। সোমবার উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়ি হাসপাতলে আহতদের সঙ্গে সাক্ষাৎ করার পর ক্ষতিগ্রস্ত এলাকায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশে থাকার বার্তা দেন। এরপরেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে জোড়া নির্বাচনী সভায় অংশ নেন শুভেন্দু। নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রথমে কোচবিহার লোকসভা কেন্দ্রের শীতলকুচিতে বিজেপির বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখেন শুভেন্দু।
advertisement
advertisement

শাসক দলকে তীব্র ভাষায় নিশানা করেন বিরোধী দলনেতা। শীতলকুচির সভা শেষ করে সড়কপথে তিনি এরপর পৌঁছে যান আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে তুফানগঞ্জে তাঁর দ্বিতীয় রাজনৈতিক কর্মসূচিতে। সেখানেও শুভেন্দুর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শাসক দল ও সরকার। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তখনই তিনি বলেন, ‘‘ডায়মন্ড হারবার আর দক্ষিণ কলকাতায় শেষ দাফায় ভোট। ওদের নাকের জল আর চোখের জল এক করে ছাড়ব।’’ শুভেন্দুর এও হুংকার, ‘‘ষষ্ঠ দফার ভোটের পর সবাই চাপমুক্ত থাকবেন। এক লক্ষ বিজেপি কর্মী শুধুমাত্র ডায়মন্ড হারবার আর দক্ষিণ কলকাতায় প্রচারের ময়দানে থাকবেন। দেখা হবে লড়াইয়ের ময়দানে। তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই। ওদের সঙ্গে জনতা নেই। এবারের লোকসভা ভোটের লড়াই জনতা বনাম পুলিশ। জিতবে বিজেপি।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2024 5:27 PM IST