Suvendu Adhikari: ‘আইসি দত্তপুকুর আর মন্ত্রী...’, বারাসত বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, ঘেরাওয়ের হুঁশিয়ারি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
শুভেন্দু অধিকারীর দাবি, গ্রামবাসীরা তাঁকে জানিয়েছেন পুলিশ এবং প্রশাসনের একাংশের মদতেই এই বেআইনি বাজি কারখানা রমরমিয়ে চলত।
কলকাতা: দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে সরকারকে সাত দিনের সময়সীমা বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারকে উদ্দেশ্য করে বলে দিলেন ‘করণীয় কাজে’র তালিকাও৷ সোমবার বারাসতের বিস্ফোরণস্থল পরিদর্শন করে কলোনি মোড়ে একটি পথসভা করেন শুভেন্দু৷ সেখানেই রাজ্যের মন্ত্রী ও প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তিনি৷
এদিন পথসভা চলাকালীন শুভেন্দু দাবি করেন, ‘‘অবিলম্বে রথীন ঘোষকে (রাজ্যের খাদ্যমন্ত্রী) মন্ত্রিসভা থেকে ছাঁটাই করতে হবে৷ সমস্ত ক্ষতিগ্রস্তদের সরকারি ভাবে ক্ষতিপূরণ দিতে হবে৷ বিস্ফোরণের ঘটনার তদন্ত হস্তান্তর করতে হবে NIA কে৷’’ এছাড়াও, দত্তপুকুর থানার আইসি-কে সাসপেন্ড না করা হলে বারাসত পুলিশ সুপারের অফিস ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন শুভেন্দু।
আরও পড়ুন: দোকান করলে ৫ লক্ষ টাকা..‘না শুনে চলে গেলে কী করব?’, TMCPর মঞ্চ থেকে বার্তা মমতার
এদিন বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধিদল নিয়ে বিস্ফোরণস্থল পরিদর্শনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ নীলগঞ্জের বিস্ফোরণস্থল ঘুরে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন। বিস্ফোরণস্থল পরিদর্শন করার পরে এলাকার কলোনি মোড়ে দলের এক পথসভায় অংশ নেন শুভেন্দু।
advertisement
advertisement
সেখানেই রীতিমতো হুঁশিয়ারির স্বরে রাজ্যের বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, ‘‘ঘটনার সঙ্গে জড়িত আসল অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি বিজেপির দাবি পূরণ না হলে সাত দিনের মধ্যে বারাসত পুলিশ সুপারের অফিস ঘেরাও করা হবে।’’ শুভেন্দু অধিকারীর দাবি, গ্রামবাসীরা তাঁকে জানিয়েছেন পুলিশ এবং প্রশাসনের একাংশের মদতেই এই বেআইনি বাজি কারখানা রমরমিয়ে চলত।
advertisement
এরপরেই শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, ‘‘আইসি দত্তপুকুর এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষের যৌথ ব্যবসা ছিল এই বেআইনি কারবার।’’ বিস্ফোরণে RDX ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন শুভেন্দু।
advertisement
প্রসঙ্গত, গত রবিবার সকাল ১০টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণ হয় বারাসতের নীলগঞ্জের একটি বেআইনি বাজি কারখানায়। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, ধৃত ১৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 28, 2023 5:35 PM IST