Suvendu Adhikari: 'ফেরার' বিনয়ের সঙ্গে 'যোগ'! অভিষেকের বিরুদ্ধে এবার শুভেন্দুর 'বিস্ফোরক' দাবি!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Suvendu Adhikari: 'অডিও ক্লিপের কথা যিনি সামনে এনেছেন প্রমাণ করার দায়িত্ব তাঁর'। বললেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি, কয়লা কাণ্ডে ফেরার বিনয় মিশ্রর সঙ্গে এখনও নিয়মিত যোগাযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
#কলকাতা: অডিও ক্লিপ বিতর্কে নবান্ন অভিযানকে সামনে রেখে হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার অন্তর্গত উলুবেড়িয়ায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে ফের অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। যে অডিও ক্লিপের কথা বলছেন তা প্রকাশ করুন। তাঁর নিজস্ব যে ফোন নম্বর সেই নম্বর থেকে ফোন গিয়েছে কিনা তাও প্রমাণ করুন। সুদীপ্ত সেনের চিঠির মতো গলা নকল করে অডিও ক্লিপ নয়তো? অভিষেককে প্রশ্ন শুভেন্দু অধিকারীর।
শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি, কয়লা কাণ্ডে ফেরার বিনয় মিশ্রর সঙ্গে এখনও নিয়মিত যোগাযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি শুভেন্দু অধিকারী এও বলেন,'আমার সঙ্গে কোনও কয়লা চোরের যোগাযোগ নেই'। শুভেন্দুর দাবি,'বিনয় মিশ্র-অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ নিয়ে অভিষেককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তদন্তেরও এদিন দাবি জানান বিরোধী দলনেতা। অডিও ক্লিপ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যিনি অভিযোগ সামনে এনেছেন বিষয়টি যথাযথভাবে প্রমাণ করার দায়িত্ব তাঁর।
advertisement
advertisement
প্রসঙ্গত, শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'ফেরার বিনয় মিশ্রর সঙ্গে আট মাস আগে ফোনে কথা বলে শুভেন্দু অধিকারী তাঁকে আশ্বাস দেন, মামলাটা তিনি দেখে নেবেন। কয়লা পাচার মামলায় ফেরার অভিযুক্তের সঙ্গে ৮ মাস আগে কথা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডি জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ফোনে কেসটা দেখে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর কাছে সেই অডিও ক্লিপ রয়েছে।
advertisement
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই অভিযোগ ফের নস্যাৎ করে দিয়ে এবার পাল্টা অভিযোগ শুভেন্দু অধিকারীর। রীতিমত সুর চড়িয়ে বিরোধী দলনেতার দাবি, কী করে ফেরার একজন কয়লা চোরের সঙ্গে এখনও যোগাযোগ রেখে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তা কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির দেখা উচিত বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2022 12:54 PM IST