Suvendu Adhikari: ‘মুখ্যমন্ত্রীর অনুগত হলেই ডবল ডবল চাকরি...!’ কর্মসংস্থান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা শুভেন্দু অধিকারীর

Last Updated:

কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে খোঁচা দিয়ে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

‘মুখ্যমন্ত্রীর অনুগত হলেই ডবল ডবল চাকরি...!’ কর্মসংস্থান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা শুভেন্দু অধিকারীর
‘মুখ্যমন্ত্রীর অনুগত হলেই ডবল ডবল চাকরি...!’ কর্মসংস্থান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা শুভেন্দু অধিকারীর
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে খোঁচা দিয়ে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘‘২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি তাঁর প্রতিশ্রুতি পালন করছেন, তবে শুধুমাত্র তাঁর একান্ত অনুগত আমলা বা আধিকারিকরা যারা অবসরের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন অথবা সদ্য অবসর নিয়েছেন, এমন কিছু বিশেষ আমলা বা আধিকারিকদের এক্সটেনশন দিয়ে মেয়াদ বৃদ্ধি করে অথবা পুনরায় কোনও পদে নিয়োজিত করে ডবল ডবল চাকরি দিয়ে চলেছেন।’’
advertisement
advertisement
advertisement
ট্যুইটে রীতিমত সরকারি নথি তুলে ধরে শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘এই প্রথা দিল্লিতে কর্মরত রাজ্যের রেসিডেন্ট কমিশনার শ্রী আর ডি মীনা (আইএএস)-কে দিয়ে শুরু হয়। ওনার মেয়াদ মুখ্যমন্ত্রী মাত্র ১২ বার বাড়িয়েছেন।’’ মুখ্যমন্ত্রীর আজ্ঞাবাহক বড় অফিসার হলেই ডবল ডবল চাকরি নিশ্চিত। এটাই এখন অঘোষিত সরকারি পদ্ধতি এবং রীতিতে পরিণত হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু।
advertisement
অন্যদিকে শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘রাজ্যে বেকারের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। যুব সম্প্রদায় কাজ না পেয়ে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন কাজের খোঁজে ৷ মেধাবী যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন বছরের পর বছর, আন্দোলন করছেন, আর একটা বড় অংশ হতাশায় নিমজ্জিত হচ্ছেন। এদের জন্য ডবল দুরস্ত সিঙ্গল চাকরিরও কোনও ব্যবস্থা নেই।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ‘মুখ্যমন্ত্রীর অনুগত হলেই ডবল ডবল চাকরি...!’ কর্মসংস্থান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা শুভেন্দু অধিকারীর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement