সংগঠনে অনেক আত্মোৎসর্গকারী সর্বক্ষণের কর্মী চাই, ট্যুইটে আবেদন সূর্যকান্তের
Last Updated:
#কলকাতা: কাজ আছে প্রচুর ৷ কিন্তু লোক নেই ! রাজনীতির ময়দানে ক্রমশ ‘বিলুপ্ত’ হওয়ার পথে সিপিএম ৷ এহেন পরিস্থিতিতে উপায় না পেয়ে অবশেষে সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করলেন রাজ্য সিপিএম সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷
গত শনিবার একটি ট্যুইট করেন সূর্যকান্ত ৷ আর যা নিয়েই তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলকে নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন সূর্যবাবু ? ট্যুইট ঘিরে এমনই একটা জল্পনা উঁকি দিচ্ছে ৷
কি লিখলেন তিনি ট্যুইটে ? ‘ইস্যু অনেক। চাই তাৎক্ষণিক প্রতিবাদ।কিন্তু দায়সারা নয়। সামনে নিরন্তর সংগ্রাম ও সংঘাতের দিন। পরিধি ও প্রতিরোধের ক্ষমতা বাড়াতে হবে।স্থানীয় দাবী আদায় করতে হবে।বিকল্প তুলে ধরতে হবে। মিথ্যা ভয় দূর করতে হবে। সংগঠনে অনেক আত্মোৎসর্গকারী সর্বক্ষণের কর্মী চাই।’
advertisement
advertisement
ইস্যু অনেক। চাই তাৎক্ষণিক প্রতিবাদ।কিন্তু দায়সারা নয়। সামনে নিরন্তর সংগ্রাম ও সংঘাতের দিন। পরিধি ও প্রতিরোধের ক্ষমতা বাড়াতে হবে।স্থানীয় দাবী আদায় করতে হবে।বিকল্প তুলে ধরতে হবে। মিথ্যা ভয় দূর করতে হবে। সংগঠনে অনেক আত্মোৎসর্গকারী সর্বক্ষণের কর্মী চাই। pic.twitter.com/LsyJQ70MV6
— Surjya Kanta Mishra (@mishra_surjya) November 3, 2018
advertisement
৩৪ বছরের বাম শাসনের অবসান হওয়ার পর থেকে ক্রমশ পতনের মুখে সিপিএম ৷ প্রতি বছরই কমছে দলীয় সদস্যপদ ৷ দলীয় সদস্যপদ পুনর্নবীকরণের পর দেখা গিয়েছে গোটা রাজ্যে ৬০ হাজার সদস্যের নাম বাদ পড়েছে ৷ এদের মধ্যে বেশিরভাগ জনই স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন দল ৷
সূর্যকান্তের ট্যুইট ঘিরে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ সিপিএম কর্মীরা ৷ তবে, সূর্যকান্তের এহেন ট্যুইটে ‘মুখভার’ রাজ্যস্তরের অনেক নেতারই ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2018 7:42 PM IST