Supreme Court: পশ্চিমবঙ্গ সহ ১৮ রাজ্যের মুখ্যসচিবকে তলব সুপ্রিম কোর্টের! হাজির না হলেই ওয়ারেন্ট জারি
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Supreme Court: নির্দেশমতো হাজিরা না দিলে মুখ্য সচিবদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি।
কলকাতা: প্রাক্তন বিচারপতি এবং বিচারবিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্ট নির্দেশিত বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধা না দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব-সহ মোট ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের সুপ্রিমকোর্টে তলব প্রধান বিচারপতির। আজকের মধ্যে ভাতা মিটিয়ে সশরীরে হাজিরা দিয়ে জানাতে হবে মুখ্যসচিবদের।
নির্দেশমতো হাজিরা না দিলে মুখ্য সচিবদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী ২৭ অগাস্ট পশ্চিমবঙ্গ-সহ ১৮ টি রাজ্যের মুখ্য সচিবকে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে হবে। ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে হাজিরার আবেদনও খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি।
advertisement
advertisement
All India judges Association-এর তরফে সুপ্রিম কোর্টে অভিযোগ করা হয়, শীর্ষ আদালতের একাধিক নির্দেশ সত্ত্বেও National Judicial pay commission-এর সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের পেনশন সুনিশ্চিত করেনি ১৮টি রাজ্য। এরপরই সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে মুখ্যসচিবদের কোর্টে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 23, 2024 10:58 AM IST







