সারদাকাণ্ডে জামিন পেলেন মনোরঞ্জনা সিং

Last Updated:

সারদাকাণ্ডে অভিযুক্ত মনোরঞ্জনা সিংয়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট ৷

#নয়াদিল্লি: সারদাকাণ্ডে অভিযুক্ত মনোরঞ্জনা সিংয়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট ৷ প্রতারণা এবং তথ্য গোপনের অভিযোগে সারদা-কাণ্ডে কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী এবং মাতঙ্গ সিংয়ের প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনা সিংকে গ্রেফতার করেছিল সিবিআই ৷
দীর্ঘ জেরা পর্বের পর ২০১৫ সালের ৭ অক্টোবর সারদাকাণ্ডে গ্রেফতার হন মনোরঞ্জনা সিং ৷ গ্রেফতারির পরই অসুস্থ হয়ে পড়ায় অধিকাংশ সময়ে হাসপাতালে ছিলেন মনোরঞ্জনা ৷ তার আগে একই অভিযোগে অর্থাৎ প্রতারণা এবং তথ্য গোপনের অভিযোগে তাঁর প্রাক্তন স্বামী মাতঙ্গ সিংকেও গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
৭ তারিখ সকাল থেকে দফায় দফায় জেরা করা হয় মনোরঞ্জনা সিংকে। সিবিআই সূত্রে খবর মিলেছিল, জেরায় বেশ কিছু তথ্য গোপন করেন নর্থইস্টের এক টেলিভিশনের এই মালকিন। একই সঙ্গে তদন্তকারীরা জানতে পারেন, এনই বাংলা কিনতে প্রায় ২৫ কোটি টাকা সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে নেন মনোরঞ্জনা সিং। টাকা নেওয়ার পর চ্যানেলের কোনও কাগজপত্রই দেওয়া হয়নি বলে সিবিআইয়ের কাছে আগেই অভিযোগ জানিয়েছিলেন সুদীপ্ত সেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সারদাকাণ্ডে জামিন পেলেন মনোরঞ্জনা সিং
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement