১৫০ বছর পর চাঁদের তিন রূপ, আজ গ্রহণের সঙ্গে রঙ বদলাবে চাঁদ, কখন কোথা থেকে দেখা যাবে,জেনে নিন

Last Updated:

১৫০ বছর পর চাঁদের তিন রূপ, আজ গ্রহণের সঙ্গে রঙ বদলাবে চাঁদ, কখন কোথা থেকে দেখা যাবে,জেনে নিন

#কলকাতা: চোখের সামনে রঙ বদলাবে চাঁদ ৷ সাদা থেকে নীল, নীল থেকে লাল ৷ এক রাতে চাঁদের তিন রূপ ৷ একইসঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ৷ ১৫০ বছর বাদে পৃথিবীর আকাশে ঘটবে এমন মহাজাগতিক ঘটনা ৷ বিজ্ঞানীরা এমন বিরল চাঁদের নাম দিয়েছেন সুপার ব্লু ব্লাড মুন ৷ ভারতের পাশাপাশি, রাশিয়া, চিন ও অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে এই দৃশ্য ৷
এক মাসে দুটি পূর্ণিমা ৷ চলতি মাসের ১ তারিখ ছিল প্রথম পূর্ণিমা। ৩১ তারিখ দ্বিতীয় পূর্ণিমা। এমন ঘটনা ঘটলে দ্বিতীয়বারের পূর্ণিমার পূর্ণ চাঁদকে বলে ব্লু মুন ৷ এছাড়াও চাঁদ পৃথিবীর যখন সবচেয়ে কাছে আসে তখন তাকে বলা হয় সুপার মুন ৷ আগামীকাল অর্থাৎ বুধবার এমনই একটি দিন যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে ৷
advertisement
এখানেই শেষ নয়, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কারণে গ্রহণের ছায়ায় একসময় রক্তের মতো লাল রঙ ধারণ করবে চাঁদ ৷ যাকে বিজ্ঞানীরা বলেন ব্লাড মুন ৷ অর্থাৎ ৩১ জানুয়ারির আকাশে এই তিনটি ঘটনা ঘটবে একসঙ্গে ৷ তাই একে কালকের চাঁদকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন সুপার ব্লু ব্লাড মুন ৷ বিরল এই ঘটনা আবার ঘটবে ১৫০ বছর পর ৷
advertisement
advertisement
Red Moon
বুধবার বিকেল ৫–১৮ মিনিটে শুরু হবে গ্রহণ। ৬.২১ থেকে ৭.৩৭ পর্যন্ত চলবে গ্রহণ। সন্ধে ৬ টা নাগাদ কলকাতার আকাশে দেখা যাবে চাঁদের রক্তবর্ণ রূপ ৷ সুপার মুন হওয়ার কারণে স্বাভাবিক আকারের থেকে প্রায় ৭ শতাংশ বেশি বড় দেখাবে চাঁদকে ৷
advertisement
জোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহণ মুম্বই থেকে সবচেয়ে বেশি ভালভাবে দেখা যাবে সন্ধে সাড়ে ৬টার পর ৷ শেষ হবে রাত ৯টা ৩৮ মিনিটে ৷ দিল্লি থেকে সবথেকে বড় ও ভালভাবে ব্লাড মুন দেখা যাবে সন্ধে ৬:৫৯ নাগাদ ৷
দেশ জুড়ে বিভিন্ন অবজারভেটরি থেকে এই বিরল দৃশ্যের সাক্ষী থাকার ব্যবস্থা করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
১৫০ বছর পর চাঁদের তিন রূপ, আজ গ্রহণের সঙ্গে রঙ বদলাবে চাঁদ, কখন কোথা থেকে দেখা যাবে,জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement