BJP: কলকাতায় 'লক্ষ মহিলার র‌্যালি'-র প্রস্তাব বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনশলের

Last Updated:

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবেই যে এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে, বনশল তা শুরুতেই স্পষ্ট করে দেন। নির্বাচনের প্রস্তুতির জন্য আর ছ'মাস সময় রয়েছে বলে বনশল সকলকে মনে করিয়ে দেন।

কলকাতায় 'লক্ষ মহিলার র‌্যালি' এর প্রস্তাব বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বানসলের 
কলকাতায় 'লক্ষ মহিলার র‌্যালি' এর প্রস্তাব বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বানসলের 
কলকাতা: মহিলাদের নিয়ে অভিনব কর্মসূচির প্রস্তাব দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনশল। মহিলা মুখ্যমন্ত্রীর পতনের ডাক দিতে কলকাতায় ‘লক্ষ মহিলার র‌্যালি’ করতে বললেন রাজ্য বিজেপির মহিলা মোর্চাকে। তবে ঘোষণা নয়, এই কর্মসূচির কথা প্রস্তাব আকারে পেশ করে শুভেন্দু অধিকারী-সহ অন্য নেতাদের তা বিবেচনা করতে বললেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনশল।
আজ, সোমবার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপি মহিলা মোর্চার নারী শক্তি সম্মেলনে এসে সুনীল বনশল বার্তা দেন, ‘‘আগামী দিনে আন্দোলন গড়ে তুলতে হবে। এখানে সরকার গড়বে বিজেপি। সকল মহিলা সুরক্ষিত হবে। প্রতি মণ্ডলে ৫০ জন করে মহিলা কার্যকর্তার টিম তৈরি করতে হবে। প্রতি বিধানসভা কেন্দ্রে আন্দোলন গড়ে তুলতে হবে।’’
advertisement
advertisement
তিনি বলেন, ‘‘বাংলায় এক লাখ মহিলাদের নিয়ে মিছিল কর্মসূচি করার পরিকল্পনা বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় কে সরানোর মিছিল করতে হবে মহিলাদের। মমতা হঠাও বাংলা বাঁচাও।’’ বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক বনশল এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, মাফুজা খাতুন, মীনাদেবী পুরোহিত।
advertisement
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবেই যে এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে, বনশল তা শুরুতেই স্পষ্ট করে দেন। নির্বাচনের প্রস্তুতির জন্য আর ছ’মাস সময় রয়েছে বলে বনশল সকলকে মনে করিয়ে দেন। এই ছ’মাসে মহিলা মোর্চাকে কোন কোন জনসংযোগ কর্মসূচি হাতে নিতে হবে, তা উল্লেখ করার পরে বনশল বলেন, ”আমি চাই ব্রিগেডে যেমন জনসভা হয়, সেই রকম ভাবে কলকাতায় এক লক্ষ মহিলার জমায়েত করা হোক।
advertisement
বনশলের কথাকে সমর্থন করে, প্রস্তাবিত কর্মসূচিকে ‘মহিলা ব্রিগেড’ বলেও উল্লেখ করেন বিজেপি নেত্রী প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী। সভায় উপস্থিত মহিলা মোর্চার পদাধিকারীদের উদ্দেশে তিনি বলেন, ”যদি আমরা এক লক্ষ মহিলাকে নিয়ে এই মহিলা ব্রিগেড করতে পারি, তা হলে সেটা ঐতিহাসিক ব্রিগেড হবে। আপনারা যাঁরা আজ এখানে রয়েছেন, তাঁরা প্রত্যেকে ২০০ জন মহিলাকে আনতে পারলেই সংখ্যাটা এক লক্ষ ছাপিয়ে যাবে। আজ থেকেই খাতায় নাম লিখতে শুরু করুন, এই ২০০ জনকে আমি আনব।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP: কলকাতায় 'লক্ষ মহিলার র‌্যালি'-র প্রস্তাব বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনশলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement