Sundarini:সেরার স্বীকৃতি ছিনিয়ে আনলেন সুন্দরবনের মহিলারা! বিশ্বমঞ্চে সম্মানিত 'সুন্দরীনি'

Last Updated:

প্রত্যেক দিন ২০০০ লিটার দুধ,এবং ২৫০ কেজি দুগ্ধজাত পণ্য উৎপাদন করে সুন্দরীনি।

সুন্দরবনের মহিলাদের নিয়ে গঠিত সমবায় সুন্দরীনি৷ ছবি- সুন্দরীনি ওয়েবসাইট থেকে
সুন্দরবনের মহিলাদের নিয়ে গঠিত সমবায় সুন্দরীনি৷ ছবি- সুন্দরীনি ওয়েবসাইট থেকে
কলকাতা: সুন্দরবনের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাফল্য। আন্তর্জাতিক পুরস্কার পেল “সুন্দরিনী”। প্যারিসে আন্তর্জাতিক স্বীকৃতি এই স্বনির্ভর গোষ্ঠীর। সুন্দরবনের মহিলারা প্রাণীসম্পদ বিকাশ দফতরের সহায়তায় এই স্বনির্ভর গোষ্ঠী চালায়৷
প্রত্যেক দিন ২০০০ লিটার দুধ,এবং ২৫০ কেজি দুগ্ধজাত পণ্য উৎপাদন করে সুন্দরীনি। ৪ কোটি টাকা গ্রামীণ মহিলাদের জন্য গত অর্থবছরে আয় করেছিল সুন্দরিনী। সংস্থার সাফল্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
সুন্দরবনের এই দুগ্ধ সমবায়কে আন্তর্জাতিক ডেয়ারি ফাউন্ডেশনের ‘ডেয়ারি ইনোভেশন’ সম্মানে সম্মানিত করা হয়েছে। শুক্রবার প্যারিসে ওই সংস্থার বার্ষিক অনুষ্ঠানে বাংলার ডেয়ারিকে সম্মানিত করেছে। গোটা বিশ্বের মোট ১৫৩টি ডেয়ারি সংস্থা ওই সম্মানের জন্য আবেদন করেছিল। তাদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বাংলার সুন্দরীনি। স্বাভাবিকভাবেই রাজ্যের সমবায় সংস্থার সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী।
advertisement
সোশাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, “সুন্দরবনের মহিলাদের সাফল্যে আমরা উচ্ছ্বসিত। আমি সুন্দরীনি দুগ্ধ সমবায়ের সঙ্গে যুক্ত মহিলাদের এবং আধিকারিকদের শুভেচ্ছা জানাতে চাই।” রাজ্যে সরকার দীর্ঘদিন ধরেই মহিলাদের কর্মসংস্থানে উৎসাহ দিচ্ছে। স্বাভাবিকভাবেই রাজ্যের সমবায়ের এই সাফল্যকে নিজেদের সাফল্য হিসাবেই মনে করছে রাজ্য।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sundarini:সেরার স্বীকৃতি ছিনিয়ে আনলেন সুন্দরবনের মহিলারা! বিশ্বমঞ্চে সম্মানিত 'সুন্দরীনি'
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement