এবার বেসরকারি স্কুলেও ছুটি ঘোষণা
Last Updated:
#কলকাতা: গরমের দাপটে ঘরবন্দি মানুষ। তাপমাত্রার পারদ ক্রমশ উর্দ্ধমুখী ৷ বৃষ্টির সম্ভাবনা তো দূরের কথা ৷ বরং তাপপ্রবাহ বেড়েই চলেছে ৷ এর মধ্যে কচিকাচাদের হাল আরও খারাপ। গরমের ছুটি শেষ হয়ে বেশিরভাগ স্কুল সোমবার খুলেছে।
এতো গরমে স্কুলে পাঠাতে চাইছিলেন না অনেক অভিভাবক। কিন্তু প্রথমদিনই কামাই? অগত্যা ঘেমেনেয়ে স্কুল করছে ছাত্রছাত্রীরা। প্রচন্ড গরমের জেরে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের ৷ ২০ জুন থেকে গরমের ছুটি বেড়ে হল ৩০ জুন ৷ সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে ৷
এর পাশাপাশি সমস্ত বেসরকারি স্কুলেও ছুটি ঘোষণার আবেদন জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে ৷ সেই মতো আজ মঙ্গলবার সমস্ত বেসরকারি স্কুলেও ছুটির ঘো৷ষণা করা হল ৷
advertisement
advertisement
আগামিকাল থেকে ফের গরমের ছুটি পড়তে চলেছে বেশ বেসরকারি স্কুলে ৷ যে সব বেসরকারি স্কুল ছুটি দিচ্ছে না, সেখানে ক্লাসের মধ্যেই থাকছে পড়ুয়ারা ৷ ছুটি নিয়ে বৈঠকেও বসছে কয়েকটি স্কুল ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2018 12:18 PM IST