ঢাক-ঢোল, শাঁখ,ফুল- সম্বর্ধনার জোয়ারে সুকান্ত, সাংসদ রত্ন সম্মান পেয়ে কলকাতাতে পা বিজেপি সভাপতির

Last Updated:

বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। ফুলের মালা, পুষ্প স্তবক, পুষ্পবৃষ্টি সহযোগে দলের সেরা সাংসদকে উষ্ণ অভ্যর্থনা জানাল বঙ্গ পদ্ম শিবির। "প্রথমবারের এমপি" বিভাগে সাংসদ রত্ন পুরস্কার ২০২৩-এর জন্য মনোনীত হন সুকান্ত মজুমদার।  

সাংসদ রত্ন পেয়ে সুকান্ত মজুমদার কলকাতায়
সাংসদ রত্ন পেয়ে সুকান্ত মজুমদার কলকাতায়
কলকাতা:  সাংসদ রত্ন সম্মান পাওয়ার পর কলকাতায় পা রাখতেই রাজকীয় সম্বর্ধনা দেওয়া হল সুকান্ত মজুমদারকে। রবিবার  কলকাতা বিমানবন্দরে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিমান নামার  অনেক আগে থেকেই বিজেপি কর্মী সমর্থকরা ঢাক-ঢোল ব্যান্ড পার্টি নিয়ে হাজির হন বিমানবন্দর চত্বরে। বিমানবন্দরের বাইরে তখন থিকথিকে  ভিড়।
মহিলা সমর্থকদের কারও হাতে শঙ্খ, কারও হাতে ফুলের মালা আবার কেউ বা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুষ্পস্তবক। সুকান্ত মজুমদার বিমানবন্দরের গেট থেকে বাইরে বেরোতেই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। ফুলের মালা, পুষ্প স্তবক, পুষ্পবৃষ্টি সহযোগে দলের সেরা সাংসদকে উষ্ণ অভ্যর্থনা জানাল বঙ্গ পদ্ম শিবির। এরপর হুডখোলা জিপে চড়ে বাইক মিছিল সহযোগে কয়েকশ কর্মী সমর্থককে নিয়ে সুকান্ত মজুমদার রওনা দিলেন বিজেপি রাজ্য দফতর মুরলীধর সেন লেনের উদ্দেশ্যে।
advertisement
advertisement
সেখানেও সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়ার জন্য বিশেষ আয়োজন করা হয় এদিন। রাজ্য দফতরের সামনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে সুকান্ত মজুমদারের গাড়ি এসে দাঁড়াতেই সুকান্ত মজুমদার জিন্দাবাদ ধ্বনিতে তখন সরগরম বঙ্গ বিজেপির প্রধান কার্যালয় চত্বর। ঢাক ঢোল ব্যান্ডপার্টি সহযোগে বরণ করা হল সুকান্ত মজুমদারকে।
advertisement
এরপর কেক কাটা, দলের বিভিন্ন পদাধিকারীদের  পুষ্পস্তবক প্রদান উপলক্ষ্যে রাজ্য দফতরের বাইরে তখন মঞ্চে সুকান্ত মজুমদারের সঙ্গে এক সারিতে রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল সহ গেরুয়া শিবিরের অন্যান্য নেতৃত্ব। বলাবাহুল্য, একটি বেসরকারি সংস্থার তরফে শনিবারই দিল্লিতে সাংসদ রত্ন সম্মানে ভূষিত হন সুকান্ত মজুমদার।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন,  ‘‘এই সম্মান পাওয়ায় আমার কাজের প্রতি উৎসাহ আরও বেড়ে গেল। দলীয় কর্মী সমর্থক নেতৃত্বের উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। সাংসদ রত্ন রূপে সম্মানিত হবার পর বিমানবন্দর ও বিজেপি প্রদেশ কার্যালয়ে আমাকে সংবর্ধনা প্রদানের মুহূর্ত আমি কোনও দিন ভুলবো না।’’  "প্রথমবারের এমপি" বিভাগে সাংসদ রত্ন পুরস্কার ২০২৩-এর জন্য মনোনীত হন সুকান্ত মজুমদার।  সুকান্ত মজুমদার সংসদ অধিবেশনে মোট ৫২২টি প্রশ্ন করে রীতিমতো রেকর্ড গড়ে ফেলেন।  তাঁর প্রশ্নগুলি স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিকাঠামো, কৃষি এবং পরিবেশ সহ বিভিন্ন বিষয় ভিত্তিক ছিল বলে জানা গিয়েছে।
advertisement
পাশাপাশি, সুকান্ত মজুমদার সংসদে ৩২টি বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে নিয়ে এসেছেন। সংসদে তাঁর একাধিক বক্তৃতা হাউসের মনোযোগ কেড়েছে এবং অনেক তাৎপর্যপূর্ণ আলোচনার সূত্রপাত ঘটিয়েছে। সামগ্রিকভাবে, সব দিক বিচার বিবেচনা করে  তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করে শনিবার  দিল্লিতে একটি অনুষ্ঠানে সেই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হয়। আর সেই সম্মান পাওয়ার পর প্রথমবার রবিবার বিকেলে  রাজ্যে পা  রাখতেই সুকান্ত মজুমদারকে রাজকীয় সম্বর্ধনা দিল তাঁর দল ও কর্মী সমর্থকরা।
advertisement
Venkateswar Lahiri
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঢাক-ঢোল, শাঁখ,ফুল- সম্বর্ধনার জোয়ারে সুকান্ত, সাংসদ রত্ন সম্মান পেয়ে কলকাতাতে পা বিজেপি সভাপতির
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement