Sukanta Majumder: রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তোষ, রাজ্যপালকে চিঠি সুকান্ত মজুমদারের

Last Updated:

শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এই চিঠি তাঁর হাতে তুলে দেন সুকান্ত মজুমদার।

কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের বেআইনি নিয়োগ অবিলম্বে বাতিল করার আবেদন জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এই চিঠি তাঁর হাতে তুলে দেন সুকান্ত মজুমদার। তাঁর মতে, 'রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল বেহাল। আদালতের নির্দেশে শিক্ষায় দুর্নীতির তদন্তে প্রশ্নের মুখে রাজ্য সরকার।' রাজ্যপালকে লেখা চিঠিতে সুকান্ত মজুমদার বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, আচার্য জগদীশচন্দ্র বোস, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, আশুতোষ মুখোপাধ্যায়, নেতাজি সুভাষ চন্দ্র বোসের বাংলার কথা উল্লেখ করেন। শিক্ষা ব্যবস্থা আর যাতে তলানিতে না যায়, সেই কারণেই যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে ইতিমধ্যেই বহু শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা নিয়োগ দুর্নীতির তদন্তে চাকরি খুইয়েছেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে সুকান্তর দাবি, 'ইউজিসি-র গাইডলাইন না মেনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়গুলিতেও বেঅইনিভাবে উপাচার্যদের নিয়োগ করেছেন।' রাজ্যপালের দ্বারস্থ হয়ে সেই সমস্ত উপাচার্যদের নিয়োগ বাতিল করার আবেদন জানান সুকান্ত। পাশাপাশি সরকারের একাধিক বেনিয়ম-সহ রাজ্যের আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতির কথাও রাজ্যপালের কাছে তুলে ধরেন সুকান্ত মজুমদার বলে বিজেপি সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumder: রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তোষ, রাজ্যপালকে চিঠি সুকান্ত মজুমদারের
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement