Sukanta Majumder: রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তোষ, রাজ্যপালকে চিঠি সুকান্ত মজুমদারের
- Published by:Rukmini Mazumder
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এই চিঠি তাঁর হাতে তুলে দেন সুকান্ত মজুমদার।
কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের বেআইনি নিয়োগ অবিলম্বে বাতিল করার আবেদন জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এই চিঠি তাঁর হাতে তুলে দেন সুকান্ত মজুমদার। তাঁর মতে, 'রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল বেহাল। আদালতের নির্দেশে শিক্ষায় দুর্নীতির তদন্তে প্রশ্নের মুখে রাজ্য সরকার।' রাজ্যপালকে লেখা চিঠিতে সুকান্ত মজুমদার বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, আচার্য জগদীশচন্দ্র বোস, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, আশুতোষ মুখোপাধ্যায়, নেতাজি সুভাষ চন্দ্র বোসের বাংলার কথা উল্লেখ করেন। শিক্ষা ব্যবস্থা আর যাতে তলানিতে না যায়, সেই কারণেই যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে ইতিমধ্যেই বহু শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা নিয়োগ দুর্নীতির তদন্তে চাকরি খুইয়েছেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে সুকান্তর দাবি, 'ইউজিসি-র গাইডলাইন না মেনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়গুলিতেও বেঅইনিভাবে উপাচার্যদের নিয়োগ করেছেন।' রাজ্যপালের দ্বারস্থ হয়ে সেই সমস্ত উপাচার্যদের নিয়োগ বাতিল করার আবেদন জানান সুকান্ত। পাশাপাশি সরকারের একাধিক বেনিয়ম-সহ রাজ্যের আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতির কথাও রাজ্যপালের কাছে তুলে ধরেন সুকান্ত মজুমদার বলে বিজেপি সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 1:45 PM IST