বিস্ফোরক সৌমিত্র খাঁ, নাম না করে কড়া ‘জবাব’ দিলেন সুকান্ত মজুমদার

Last Updated:

'দলের নেতাদের দিকে আঙুল না তুলে তৃণমূলের দিকে আঙুল তুলে লড়াই করুন। আমি নেতা নই, একজন সাধারন কর্মী। নেতা একজনই, নরেন্দ্র মোদি'। বললেন সুকান্ত। 

বিস্ফোরক সৌমিত্র খাঁ, নাম না করে কড়া ‘জবাব’ দিলেন সুকান্ত মজুমদার
বিস্ফোরক সৌমিত্র খাঁ, নাম না করে কড়া ‘জবাব’ দিলেন সুকান্ত মজুমদার
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- ‘‘নিজেদের মধ্যে লড়াই না করে শত্রুর সাথে লড়াই করুন। সেই লড়াইয়ে এগিয়ে যান। তবে বোঝা যাবে কার কত দম আছে, কে কত বড় নেতা...।’’ নাম না করে দলীয় সাংসদ সৌমিত্র খাঁকেই যে এই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলে মত রাজনৈতিক মহলের।
প্রকাশ্য সভায় সুকান্ত মজুমদার এও বলেন, ‘‘যে সমস্ত নেতারা কাজের সময় থাকে না, দায়িত্ব দিলে পাওয়া যায় না, তারা মিডিয়ার সামনে বড় বড় কথা বলে গলা ফাটান। এই অভ্যাসগুলি ত্যাগ করতে হবে। আসুন না দায়িত্ব নিন না। আপনি দায়িত্ব পালন করতে পারলে আসুন না, চ্যালেঞ্জ নিন যে পঞ্চায়েতে জেতাতে পারব। সবাইকে আহ্বান জানাচ্ছি। দলের নেতাদের দিকে আঙুল না তুলে তৃণমূলের দিকে আঙুল তুলে লড়াই করুন।’’
advertisement
নিজেকে একজন সাধারণ কর্মী বলে উল্লেখ করে সুকান্ত মজুমদার বললেন, ‘‘আমার কোনও পরিচয় নেই। সাধারণ কর্মী হয়ে থাকতে চাই। আপনি যদি এক পা লড়াইয়ের জন্য এগোতে পারেন তাহলে আমি পাঁচ পা লড়াইয়ের জন্য এগবো। সব ভেদাভেদ ভুলে যান। নেতা আমাদের একটাই। তিনি নরেন্দ্র মোদি।’’
advertisement
advertisement
বুধবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দলের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে একের পর এক অভিযোগের বোমা ফাটান। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও 'অযোগ্য' বলে তোপ দাগেন। একটি ফেসবুক পোস্টের  পরিপ্রেক্ষিতে নিউজ এইট্টিন বাংলাকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিতে গিয়ে  বিষ্ণুপুরের পদ্ম শিবিরের সাংসদ সৌমিত্র খাঁ বলেছিলেন, ‘‘অযোগ্য সভাপতি হলে, অযোগ্য সাংগঠনিক নেতৃত্ব হলে অযোগ্যদের রাখবে। যোগ্যদের রাখলে এদের দাম থাকবে না। সুকান্তকে নিশানা করে এছাড়াও একের পর এক আক্রমণ শানান সৌমিত্র।
advertisement
নিউজ১৮ বাংলা-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘‘২০১৯ সালে বিজেপি করতে আসি প্রধানমন্ত্রী আর অমিত শাহকে দেখে। রাজ্য বিজেপির বিরোধ করছি মানে এই নয় যে, বিজেপি ছেড়ে দেব। তবে রাজ্যের কোন নেতা কী দায়িত্বে আছে, আমি ওসব নিয়ে ভাবিত নই। আমি প্রধানমন্ত্রী ও অমিত শাহের অনুগামী। সম্প্রতি যে ২৪ জনের কোর কমিটি তৈরি করা হল, যার মধ্যে ২০ জন বাংলার নেতা। সেখানে আমার জায়গা হল না। অথচ আমাকে দেওয়া হল রাঢবঙ্গের পঞ্চায়েতের পর্যবেক্ষকের দায়িত্ব।’’
advertisement
সৌমিত্রের সংযোজন, ‘‘ওই কমিটির কী দাম আছে? ক্লাব কমিটির মতো বিজেপি চলছে। ক্লাব-কমিটি বছরে একবার হয়, বিজেপির বাংলা রাজ্য কমিটি বছরে চার বার পরিবর্তন হয়।’’ বাস্তবেই দলের একাংশের 'ভুল' নিয়ে সরব হন সৌমিত্র। তাঁর মতে, দলের নেতৃত্বের একাংশ মেনে নেওয়া সম্ভব নয়। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ছাড়া বাংলার বিজেপির সব নেতা অযোগ্য। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও 'অযোগ্য' বলেন সৌমিত্র।
advertisement
পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে সৌমিত্রর এই বিস্ফোরক বক্তব্যে যে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির, তা বলাই যায়। দলীয় সূত্রের খবর, ইতিমধ্যেই সৌমিত্রের বক্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বর্ধমানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নো কমেন্টস বলে 'চুপ' থাকলেও বৃহস্পতিবার সুকান্তবাবু কলকাতায় সৌমিত্র খাঁকে নাম না করে কড়া  'জবাব' দিলেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিস্ফোরক সৌমিত্র খাঁ, নাম না করে কড়া ‘জবাব’ দিলেন সুকান্ত মজুমদার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement